কামদুনি গণধর্ষণকাণ্ডে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে নিহত তরুণীর পরিবার। শুক্রবার রায় ঘোষণার পর সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন নির্যাতিতার ভাই। সঙ্গে তিনি এদিন অভিযোগ করেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই তাঁর দিদির ধর্ষক ও খুনিদের ফাঁসির সাজা মকুব হয়েছে।
এদিন আদালতের বাইরে নির্যাতিতার ভাই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘আমরা বিচার পেলাম না। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব ও গাফিলতিতে আর এই রায় হল। রাজ্য সরকারের ১৪ জন আইনজীবী এই মামলা লড়তে অস্বীকার করেছেন। যার ফলে আজ ধর্ষকদের ফাঁসির সাজা মকুব হল। ১ জন বেকসুর খালাস পেল। এরা এলাকায় গিয়ে আবার তাণ্ডব করবে। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব। আমাদের লড়াই জারি থাকবে’।
শুক্রবার কামদুনি গণধর্ষণ ও হত্যার ঘটনায় ৩ মূল অভিযুক্তের মধ্যে ২ জনের ফাঁসির সাজা মকুব করে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত আরও ১ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ৭ বছর করেছে আদালত। যার ফলে ব্যক্তিগত বন্ডে জামিন পেতে চলেছেন তাঁরা।