তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে থানায় গিয়ে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করে এলেন এক মহিলা। বুধবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বিমানবন্দর থানা এলাকার ওই বাসিন্দা। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তবে এই নিয়ে এখনও নওসাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাস করেছেন পিরজাদা নওসাদ সিদ্দিকি। এমনকী তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও দায়ের করেছেন তরুণী। কিন্তু নওসাদের সঙ্গে তাঁর কতদিনের পরিচয় সেব্যাপারে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। বলেন, এসব নওসাদকে জিজ্ঞাসা করুন।
সব্যসাচী দত্ত বলেন, দীর্ঘদিন ধরে তরুণী তাঁর কাছে নওসাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। উনি উচ্চশিক্ষিতা। নওসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন উনি। পুলিশ তদন্ত করুক। দেখুক আভিযোগে সত্যতা রয়েছে কি না। এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আইন আইনের পথে চলবে।
এব্যাপারে এখনও নওসাদ সিদ্দিকির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিকেলে সাংবাদিক বৈঠক করে তিনি এর জবাব দেবেন বলে জানা গিয়েছেন।
তবে নওসাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কেন তৃণমূল নেতার সঙ্গে তরুণী এলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোটের ২ দিন আগে নওসাদকে জব্দ করতে কি তবে নতুন ফন্দি করছে তৃণমূল?