বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং ফাঁসিয়েছে’, CID তদন্তের দাবি কোকেনকাণ্ডে ধৃত পামেলার

‘কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং ফাঁসিয়েছে’, CID তদন্তের দাবি কোকেনকাণ্ডে ধৃত পামেলার

পামেলা গোস্বামী। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

সেই অভিযোগ তুলে বিজেপির রীতিমতো অস্বস্তি বাড়ালেন পামেলা।

‘বাচ্চা মেয়ে’-কে ফাঁসানোর অভিযোগ তুলেছিল বিজেপির একাংশ। সেই ‘বাচ্চা মেয়ে’ তথা বিজেপির যুব মোর্চা নেত্রীর পামেলা গোস্বামীও একই অভিযোগ তুললেন। তবে তাঁর অভিযোগের তির গেরুয়া শিবিরের নেতা রাকেশ সিং দিকে।

শুক্রবার নিউ আলিপুর থানা থেকে ১০০ গ্রাম কোকেন-সহ পামেলাকে গ্রেফতার করা হয়। সঙ্গে প্রবীর দে নামে একজনকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ। গ্রেফতারির পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য ‘বাচ্চা মেয়ে’-কে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন। তবে কিছুটা সতর্কতার সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, বিষয়টি নিয়ে ভালোভাবে জানেন না। তদন্ত ছাড়া কারও উপর দোষ দেওয়া ঠিক নয়। 

তারইমধ্যে শনিবার পামেলা, তাঁর রক্ষী, গাড়ির চালক এবং প্রবীরকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার সময় বাকি তিনজন চুপচাপ চলে যান। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই চিৎকার করে ওঠেন পামেলা। দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসিয়েছেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাকেশ। তাঁকে গ্রেফতারের দাবি তোলেন। তাৎপর্যপূর্ণভাবে সিআইডি তদন্তেরও দাবি তোলেন। 

যদিও রাকেশের দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ন্যূনতম বিড়িও খান না। তবে পামেলার অভিযোগে দৃশ্যতই অস্বস্তির স্বর শোনা যায় তাঁর গলায়। প্রথমে জানান, বছরখানেক আগে মাদক নিয়ে মেয়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছিলেন পামেলার বাবা। পরে অবশ্য দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের চাপে বয়ান বদল করতে পারেন পামেলা। একইসঙ্গে জানিয়েছেন, পুলিশ তাঁকে ডাকলে যাবেন। অভিষোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ারও দাবি করেছেন।

এমনিতে বন্দর এলাকায় যথেষ্ট ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত রাকেশ। ২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রায়শই ‘গরম-গরম’ মন্তব্য করে থাকেন রাজ্য বিজেপির বস্তি উন্নয়ন শাখার আহ্বায়ক। গত জানুয়ারিতে দক্ষিণ কলকাতায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল করার কথা ছিল, তা আয়োজনের দায়িত্বে ছিলেন বন্দর এলাকার নেতা। পামেলার সঙ্গে রাকেশের ‘দ্বন্দ্ব’ কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজনৈতিক মহলের মত, সেই অভিযোগ তুলে রীতিমতো বিজেপির অস্বস্তি বাড়ালেন পামেলা। একইসঙ্গে তাঁর কাছে কোকেন পাওয়া গিয়েছে বলে কার্যত স্বীকার করে নিলেন বিজেপির যুব মোর্চা নেত্রী। যদিও সে বিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বাংলার মুখ খবর

Latest News

বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.