বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Pawan Singh-BJP: ‘ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসিনি, BJP-তেই থাকব’, বললেন অর্জুন পুত্র পবন

Pawan Singh-BJP: ‘ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসিনি, BJP-তেই থাকব’, বললেন অর্জুন পুত্র পবন

প্রচারে পবন সিং। ছবি সৌজন্যঃ ফেসবুক।

বাবা অর্জুন পদ্ম প্রতীকে ব্যারাকপুরের বিধায়ক হয়ে দল ছেড়েছেন। তবে ছেলে পবন সিং জানিয়ে দিলেন, তিনি বিজেপি ছাড়ছেন না। 

বাবা অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেও ছেলে পবন সিং জানিয়ে দিলেন তিনি বিজেপি ছাড়ছেন না। ভাটপাড়ার বিজেপি বিধায়ক বুধবার বিধানসভায় এসেছিলেন এক বৈঠকে যোগ দিতে। সেখানেই তিনি বলেন, ‘বাবা বাবার মতো কাজ করছেন, আমি আমার মতো কাজ করছি। রাজনীতি ছাড়াও মানুষের ব্যক্তিগত আদর্শ থাকে। আমারও নিজস্ব আদর্শ রয়েছে। আমি রাজনীতিতে যোগ দিয়েছি শুধু মাত্র সামাজিক কাজ করার জন্য। আমি মানুষের জন্য রাজনীতি করছি, ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসিনি।’

পবন বলেন, ‘যে রাজনৈতিক দল আমাকে সম্মান দিয়েছে, আমাকে পদ দিয়েছে, সেই দলে থেকে সততা রক্ষা না করলে, কাল অন্য দলে গিয়ে সততা রক্ষা করব, এর কি নিশ্চয়তা আছে? যে দলে গেলাম কাল হয়তো সেই দলের অবস্থা খারাপ হল, তখন কি সেই দল ছাড়ব? এই দলের প্রতীকে কত মানুষ আমাকে ভোট দিয়েছেন। এই দলে আমাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। তাই বিজেপিতেই থাকছি আমি।’

এই আবহে বাবা অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করা হলে পবনের জবাব, ‘বাবার বিষয়টা আলাদা। বাবা একজন সিনিয়র রাজনীতিক। ওঁর কাঁধে আমার তুলনায় অনেক বেশি দায়িত্ব রয়েছে। বাবাকে অন্য ভাবে ভাবতে হবে। আর আমাকে অন্য ভাবে ভাবতে হবে। বাবার সঙ্গে আমার তুলনা করা ঠিক হবে না।’ পবন আরও জানান, শুভেন্দুর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এদিকে বুধবারই ব্যক্তিগত কাজে বিধানসভায় পা রেখেছিলেন পবনের বাবা অর্জুন সিংও। যদিও বিধানসভা চত্ত্বরে বাবা-পুত্র মুখোমুখি সাক্ষাৎ হয়নি।

বন্ধ করুন