বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাকরি কেনার দায়ে গ্রেফতার ৪ ভুয়ো শিক্ষক, আদালতে ডেকে জেলে পাঠালেন বিচারক

চাকরি কেনার দায়ে গ্রেফতার ৪ ভুয়ো শিক্ষক, আদালতে ডেকে জেলে পাঠালেন বিচারক

জেলের পথে ৪ জালি শিক্ষক। 

পার্থ - কুন্তল কি আপনাদের কাছে টাকা চাইতে গিয়েছিল? আপনারাই তো উপচে পড়ে টাকা দিতে গিয়েছিলেন। তাহলে আপনাদের গ্রেফতার করা হবে না কেন? প্রশ্নের কোনও জবাব ছিল না ৪ অভিযুক্তের কাছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ডেকে পাঠিয়ে চার ভুয়ো শিক্ষককে জেলে পাঠালেন বিচারক। সোমবার বিকেলে আদালতের এই নির্দেশে শোরগোল পড়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম গ্রেফতার হলেন টাকার বিনিময়ে চাকরি কেনা কোনও ভুয়ো শিক্ষক। ধৃতদের ২১ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

নিয়োগ দুর্নীতিতে যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন তাদের সিবিআই কেন গ্রেফতার করছে এই প্রশ্ন আগেও তুলেছিল আদালত। এমনকী অভিযুক্ত ভুয়ো শিক্ষকদের সিবিআই এই মামলার সাক্ষী করায় তদন্তকারী আধিকারিকদের ভর্ৎসনা করেছিলেন বিচারক। তার পরও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি সিবিআই।

সোমবার ৩১৯ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মুর্শিদাবাদের ৪ শিক্ষককে আদালতে ডেকে পান বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এর পর তাঁদের প্রশ্ন করেন, পার্থ – কুন্তল তো আপনাদের কাছে টাকা চাইতে যায়নি। আপনারাই তাদের টাকা দিয়েছিলেন। তাহলে আপনাদের গ্রেফতার করা হবে না কেন? এই প্রশ্নের কোনও উত্তর ছিল না ৪ শিক্ষকের কাছে এর পর ওই ৪ শিক্ষককে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের শিক্ষক। এদের নাম

সিমার হোসেন, সৌগত মণ্ডল, জাহিদউদ্দিন শেখ, সাইগার হোসেন। ২১ অগাস্ট পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

বন্ধ করুন