মর্জি মতো টাকা আদায় রুখতে স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার এই সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুসারে গঠন হবে প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। কমিশনের শীর্ষে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্যে বেসরকারি স্কুলের ফি নির্ধারণ ও ফি সংক্রান্ত অভিযোগের বিচার করবে এই কমিশন।
রাজ্যে স্বাস্থ্য কমিশন গঠনের পর থেকে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। বেসরকারি স্কুলে সেই সমস্যা মেটাতে একই পথে হাঁটল রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন গঠনে বিধানসভায় বিল আনবে সরকার। বিল পাশ হলে কমিশনের শীর্ষপদে নিয়োগ করা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে।
রাজ্যে বেসরকারি স্কুলগুলির একাংশের বিরুদ্ধে মর্জি মতো ফি নেওয়ার অভিযোগ নতুন নয়। করোনার লকডাউন চলাকালীন স্কুলের বিদ্যুতের বিল বাবদ টাকা দাবি করেছে তাদের অনেকে। যা নিয়ে ব্যাপক বিরোধিতায় নামেন অভিভাবকরা। নতুন কমিশন এই ধরণের অভিযোগের নিষ্পত্তি করবে। সঙ্গে বেসরকারি স্কুলের ফি নির্ধারণ করবে কমিশন। এর জেরে রাজ্যে বেসরকারি স্কুলগুলির ইচ্ছে মতো ফি বৃদ্ধির প্রবণতা যেমন কমবে তেমনই সরকার বা আদালতের দোরে বারবার ছোটাছুটি করতে হবে না অভিভাবকদের।