বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cycle lane in Salt Lake sector 5: উইপ্রো থেকে কলেজ মোড় পর্যন্ত দ্বিতীয় সাইকেল লেন পেতে চলেছে সেক্টর ফাইভ

Cycle lane in Salt Lake sector 5: উইপ্রো থেকে কলেজ মোড় পর্যন্ত দ্বিতীয় সাইকেল লেন পেতে চলেছে সেক্টর ফাইভ

আরও একটি সাইকেল লেন পেতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভ। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

এনডিআইটির একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি ডেডিকেটেড সাইকেল লেন হল স্মার্ট স্ট্রিট প্ল্যানের একটি অংশ। এরজন্য উইপ্রোর কাছে আইকনিক ওয়েলকাম গেট তৈরি করা হবে। বর্তমানে, সেক্টর ফাইভে চারটি বিনামূল্যে সাইকেল পার্কিং স্ট্যান্ড রয়েছে। 

পরিবেশবান্ধব যানবাহনের মধ্যে সাইকেলের কোনও বিকল্প নেই। ইতিমধ্যেই শহরে বেশ কয়েকটি সাইকেল লেন তৈরি হয়েছে। এবার সল্টলেকে আরও একটি সাইকেল লেন তৈরি করতে চলেছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। কয়েক কিলোমিটার দীর্ঘ আইটি হাব বরাবর এই সাইকেল লেনটি তৈরি করা হবে উইপ্রো থেকে কলেজ মোড় পর্যন্ত।

এনডিআইটির একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি ডেডিকেটেড সাইকেল লেন হল স্মার্ট স্ট্রিট প্ল্যানের একটি অংশ। এর জন্য উইপ্রোর কাছে আইকনিক ওয়েলকাম গেট তৈরি করা হবে। বর্তমানে, সেক্টর ফাইভে চারটি বিনামূল্যে সাইকেল পার্কিং স্ট্যান্ড রয়েছে৷ এনডিআইটিএ আইটি হাবের বেশ কয়েকটি একমুখি রাস্তায় সাইকেল লেনগুলিকে সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে৷ আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু এই অঞ্চলে প্রচুর সংখ্যক লোক সাইকেলে যাতায়াত করে থাকেন তাই তাদের যাতায়াতের জন্য আলাদা সাইকেল লেন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশপাশি, সেক্টর ফাইভের প্রধান রাস্তাগুলিতে জেব্রা ক্রসিং এবং ট্র্যাফিক মার্কিং করা হবে।

উল্লেখ্য, এর আগে সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে একটি সাইকেল লেন তৈরি করা হয়েছে। সবুজ ফ্লুরোসেন্ট রং দিয়ে মূল রাস্তার ধারে চার ফুটের লেনকে আলাদা করা হয়ছে। তাতে সাইকেল চিহ্ন আঁকা। দুর্ঘটনা রুখতে এবং নির্ঝঞ্ঝাটভাবে সাইকেল চালানোর জন্য কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ। সাইকেল চালকরাও কর্তৃপক্ষের এই ব্যবস্থায় বেশ খুশি। সেক্টর ফাইভে যে মাল্টিলেভেল গাড়ি পার্কিং রয়েছে তার নিচে একটি সাইকেল স্টেশনও করা হয়েছে। সেখানে চারচাকা গাড়ি রেখে অফিসযাত্রীরা সাইকেল নিয়ে নিজেদের গন্তব্যে যাবেন। এমন পরিকল্পনা করেই শিল্পতালুককে সাজিয়ে তোলা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন