কংগ্রেসের সঙ্গে তৃণমূলে আসন সমঝোতা বিশবাঁও জলে। এরই মধ্যে উত্তরপ্রদেশে একটি আসন জোড়াফুলকে ছেড়ে দিতে রাজি হল সমাজবাদী পার্টি। জানা গিয়েছে এ নিয়ে তৃণমূলের সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়ে গিয়েছে। মির্জাপুর জেলার চন্দৌলি আসনটি তৃণমূলকে ছেড়ে দিয়েছে সপা।
উত্তরপ্রদেশে অবশ্য কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই সমাজবাদী পার্টির আসন সমঝোতা হয়ে গিয়েছে। সেই জোটের পক্ষ থেকে একটি আসন ছেড়ে দেওয়া হল তৃণমূলকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ সমাজমাধ্যমে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে উত্তরপ্রদেশে একটি আসন ছাড়া হয়েছে। অখিলেশ যাদব সিদ্ধান্ত নিয়ে এই আসন সমঝোতা করেছেন। তবে বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিদ্ধান্ত।'
কাকে প্রার্থী করা হতে পারে?
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশপতি ত্রিপাঠীকে চন্দৌলি আসন থেকে টিকিট দেবে তৃণমূল। প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ অক্টোবর শিলিগুড়িতে এসে রাজেশপতি এবং তাঁর পুত্র ললিতেশপতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে ত্রিপাঠী পরিবার অতি পরিচিত নাম। সেই পরিচিতিকে কাজে লাগিয়েই লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করতে চায় তৃণমূল। এর আগে রাজেশ উত্তরপ্রদেশ বিধান পরিষদে কংগ্রেসের সদস্য ছিলেন।
আরও পড়ুন। লোকসভা ভোটে রাজ্যে আসন কমবে তৃণমূলের, নামবে ভোটের হারও, বলছে জনমত সমীক্ষা
আরও পড়ুন। জয়রাম রমেশ কী বলেছেন জানি না, বামেদের সাথে আমার জোট আলোচনা শুরু হয়ে গিয়েছে: অধীর
তবে এই নতুন নয়, এর আগেও উত্তরপ্রদেশের বিধানসভা এবং লোকসভা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে খাতা খুলতে পারেনি। এবার ইন্ডিয়া জোটের হাত ধরে সাফল্য আসে কিনা সেটা দেখার।
মাঝে দূরত্ব তৈরি হলেও সেই দূরত্ব কাটিয়ে হাতের সঙ্গে হাত মিলিয়েছে সপা। উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ১৭টি কংগ্রেস ছেড়েছে সমাজবাদী পার্টি। জানা গিয়েছে আরও একটি ছোট দলের সঙ্গে তাদের আলোচনা চলছে।
আরও পড়ুন। ফের আসন রফাসূত্র নাকচ তৃণমূলের, তবুও আশায় বুক বেঁধে রয়েছে কংগ্রেস
আরও পড়ুন। অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত শাহজাহানের ভাইসিরাজ, দায়িত্বে এলেন অজিত