বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhijit Mukherjee Tweet: ‘‌খাড়গেজিকে নির্বাচিত করুন’‌, প্রণবপুত্র অভিজিতের টুইটে তোলপাড় রাজনীতি

Abhijit Mukherjee Tweet: ‘‌খাড়গেজিকে নির্বাচিত করুন’‌, প্রণবপুত্র অভিজিতের টুইটে তোলপাড় রাজনীতি

অভিজিৎ মুখোপাধ্যায়। ছবি সৌজন্য–এএনআই।

আজ, সোমবার কংগ্রেসের প্রায় ৯ হাজার প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন দলের ‘উত্তরসূরি’। ভোট দিয়েছেন ‘ভারত জোড়ো’ যাত্রায় সামিল হওয়া রাহুল গান্ধীও। সেখানে এই নির্বাচন নিয়ে মল্লিকার্জুনকে ভোট দিতে কংগ্রেস নেতাদের আবেদন করে বসেছেন অভিজিৎ। অভিজিতের সঙ্গে কথা বললেন কুণাল ঘোষ।

কংগ্রেস সভাপতি কে হবেন?‌ মল্লিকার্জুন খাড়গে বনাম শশী থারুরের স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে উঠেছে। কারণ আজ, সোমবার এই পদ নিয়ে নির্বাচন চলছে। সুতরাং এই নিয়ে কংগ্রেস নেতাদের মতামত থাকবে। ইতিমধ্যেই সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অধীররঞ্জন চৌধুরী–সহ তাবড় নেতারা ভোট দিয়েছেন। সেখানে যিনি জিতবেন তিনি হবেন কংগ্রেস সভাপতি। সেখানে আগ বাড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে কংগ্রেস নেতাদের আবেদন করেছেন সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গেকে মনোনীত করতে। আর তার জেরে শোরগোল পড়েছে রাজ্য–রাজনীতিতে। তাই অভিজিতের সঙ্গে কথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ঠিক কী টুইট করেছেন অভিজিৎ মুখোপাধ্যায়?‌ আজ, সোমবার কংগ্রেসের প্রায় ৯ হাজার প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন দলের ‘উত্তরসূরি’। ভোট দিয়েছেন ‘ভারত জোড়ো’ যাত্রায় সামিল হওয়া রাহুল গান্ধীও। সেখানে এই নির্বাচন নিয়ে মল্লিকার্জুনকে ভোট দিতে কংগ্রেস নেতাদের আবেদন করে বসেছেন অভিজিৎ। আজ টুইট করে তিনি লেখেন, ‘খাড়গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। আমি আবেদন করছি সমস্ত ভোটারদের খাড়গেজিকে নির্বাচিত করুন। উনি লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।’ এই টুইটের পরই কথা হয় কুণাল–অভিজিতের।

কী কখা হয়েছে কুণাল ঘোষের সঙ্গে?‌ অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করার পর তাঁকে ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই বিষয়ে কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে অভিজিৎবাবুর কথা হয়েছে। কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। অভিজিৎবাবু তৃণমূলে ছিলেন। তৃণমূলেই আছেন। তবে বাংলার পুরনো কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আসল কংগ্রেস বলে মনে করেন। অভিজিৎবাবুও তেমনই একজন কংগ্রেস কর্মী। এঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের শীর্ষ নেত্রী হিসাবে দেখতে চান। তাই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন।’

তাহলে কী শৃঙ্খলারক্ষা কমিটির কোপে পড়বেন অভিজিৎ?‌ এই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ সরাসরি তা খারিজ করে দিয়েছেন। পাল্টা তিনি বলেন, ‘অভিজিৎবাবুকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও সমস্যা ছিল না। আজও নেই। পুরো বিষয়টি নিয়ে আমার সঙ্গে ওঁর কথা হয়েছে।’ তবে কংগ্রেসের টিকিটে দু’বারের সাংসদ এবং একবারের বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় ২০২১ সালের জুলাই মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

বন্ধ করুন