বাংলা নিউজ > বাংলার মুখ > Saugata Roy on interview: ‘ইমপিচ’ প্রসঙ্গ তুলে বিচারপতি গাঙ্গুলির সাক্ষাৎকার নিয়ে বিস্ফোরক সৌগত রায়

Saugata Roy on interview: ‘ইমপিচ’ প্রসঙ্গ তুলে বিচারপতি গাঙ্গুলির সাক্ষাৎকার নিয়ে বিস্ফোরক সৌগত রায়

সৌগত রায়।

একজন বিচারপতি হয়ে তাঁর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া উচিত কি না তা নিয়েও জোর চর্চা চলছে। সেই চর্চায় নতুন ইন্ধন দিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়। তাঁর ওই সাক্ষাৎকার দেওয়া নিয়ে কোনও বক্তব্য না থাকলেও তাঁর মত বিচারপতি বক্তব্য নিয়ে।

একটি বেসরকারি টিভি চ্যানেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার দেওয়া নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। একজন বিচারপতি হয়ে তাঁর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া উচিত কি না তা নিয়েও জোর চর্চা চলছে। সেই চর্চায় নতুন ইন্ধন দিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়। তাঁর ওই সাক্ষাৎকার দেওয়া উচিত কি অনুচিত তা নিয়ে কোনও বক্তব্য না থাকলেও তাঁর মন্তব্য বিচারপতির বক্তব্য নিয়ে।

বিচারপতি সাক্ষাৎকারে উঠে এসেছে শাসকদলের দুর্নীতি প্রসঙ্গ। বিচারব্যাবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘আমি ভেবেছিলান ওনাকে ডেকে তিনমাসের জন্য জেলে ঢুকিয়ে দেবে।’’ এই মন্তব্য নিয়ে দমদমের সাংসদের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘‘বিচারপতিরা বিচারের উর্ধ্বে নন। আমাদের দেশে এর আগে বিচারপতিদের ইমপিচ করা হয়েছে।’’

বিচারপতির সাক্ষাৎকার দেওয়া প্রসঙ্গে তাঁর সরাসরি আপত্তি না থাকলেও বিচারপতি যা বলেছেন তা বিচার করার ভার তিনি ছেড়ে দিয়েছেন জনগণের উপর। সৌগত রায় বলেন, ‘‘উনি যেটা বলেছেন সেটা ঠিক কি না তা দেশের লোক বিচার করবে।’’

তবে সিবিআই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণকে তিনি কার্যত ঘুরিয়ে সমর্থনই করেছেন। তাঁর কথায়, ‘‘বিচারপতি বলেননি যে সিবিআই ধোয়া তুলসিপাতা। উনি বলেছেন সিবিআইকে তদন্তের ভার দিলে হয়তো একটু হবে, সেটা ভেবে তিনি এই নির্দেশগুলি দিয়েছেন।’’

প্রসঙ্গত, বিচাপতির গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রেক্ষিতে ফেসবুক পোস্টে দশ প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

বন্ধ করুন