অবশেষে প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল।পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in, cbseresults.nic.in থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
CBSE 10th Result 2022 Updates
- এবার পাশের হার ৯৪.৪ শতাংশে ঠেকেছে। গত বছর পাশের হার ছিল ৯৯.০৪ শতাংশ। তবে গতবার করোনাভাইরাস পরিস্থিতিতে এক্সাটার্নাল পরীক্ষা হয়নি।
- CBSE 10th Results Declared: কীভাবে রেজাল্ট দেখবেন? সরাসরি দেখুন এখানেই – ক্লিক করুন এখানে
- অবশেষে প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট। ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।
- কীভাবে SMS-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে হয়?
১) ফোনের মেসেজ বক্সে গিয়ে cbse10 <space> roll number দিতে হবে।
২) 7738299899 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
৩) মোবাইল নম্বরে আসবে রেজাল্ট।
- কীভাবে Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) Digilocker-র অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-তে যেতে হবে। মোবাইল অ্যাপও ডাউনলোড করা যাবে।
২) আধার কার্ডের মতো তথ্য দিতে হবে।
৩) হোমপেজে 'Central Board of Secondary Education' ফোল্ডার থাকবে। তাতে ক্লিক করতে হবে
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
- South Point School in CBSE Class 12th Results 2022: সাউথ পয়েন্টের বাজিমাত, দ্বাদশে ৯৯% নম্বর পেলেন ২ ছাত্রী – আরও পড়ুন এখানে
- কীভাবে সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট দেখবেন?
১) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে ‘CBSE Class 10th Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর, স্কুলের কোড এবং জন্মতারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
- আজই সকালে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরই জল্পনা ছড়িয়েছে যে আজই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হতে পারে।
- আজই প্রকাশিত হতে পারে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুপুর দুটোয় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।