গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশে এবং দিল্লি পোস্টাল সার্কেলে সেই নিয়োগ করা হবে।
তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সার্কেলে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ১,১৫০ এবং ২,২৯৬। দিল্লি সার্কেলে ২৩৩ জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ সবমিলিয়ে তিনটি সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে ৩,৬৭৯ জনকে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীদের ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
পদ :
ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনও বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রয়োজন আছে। সঙ্গে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাশ করতে হবে। কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত প্রার্থীদের স্থানীয় ভাষা পড়তে হবে।
টেকনিকাল যোগ্যতা :
১) স্বীকৃত বোর্ড থেকে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট।
২) যে প্রার্থীদের দশম, দ্বাদশ বা পরবর্তী সময়ে পড়াশোনায় কম্পিউটার বিষয় ছিল, তাঁদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না।
আবেদন ফি :
পাঁচটি বিকল্পের জন্য অসংরক্ষিত বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। সব মহিলা, তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া
১) appost.in সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
২) অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা শুধুমাত্র হেড পোস্ট অফিসে।
৩) 'Apply Online' ক্লিক করুন।
৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।
৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।
অন্ধ্রপ্রদেশ সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি
তেলাঙ্গানা সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি
দিল্লি সার্কেলে নিয়োগের বিজ্ঞপ্তি
ভারতীয় ডাক বিভাগের জিডিএস পদে আবেদনের জন্য ডিরেক্ট লিঙ্কে ক্লিক করুন