বাংলা নিউজ > কর্মখালি > Primary TET 2023 Exam Tentative Date: পুজোর পরে হবে প্রাথমিক টেট! কোন তারিখে হতে পারে? আলোচনা পর্ষদের- রিপোর্ট

Primary TET 2023 Exam Tentative Date: পুজোর পরে হবে প্রাথমিক টেট! কোন তারিখে হতে পারে? আলোচনা পর্ষদের- রিপোর্ট

২০২২ সালে প্রাথমিক টেট হয়েছিল। এবারও প্রাথমিক টেট নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুর্গাপুজোর পরে সেই পরীক্ষা হবে। কবে প্রাথমিক টেট পরীক্ষা হতে পারে, কী কী ব্যবস্থা থাকবে, তা জেনে নিন।

1/5 আগামী ডিসেম্বরেই প্রাথমিক টেট হতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রাথমিক টেট নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এখনও অবশ্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। কারণ হাতে আর বেশি সময় পড়ে নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
2/5 নিউজ ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা জানিয়েছেন যে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টেট পরীক্ষা হতে পারে। সম্ভাব্য দিনক্ষণ হিসেবে ১০ ডিসেম্বরের (রবিবার) পাল্লা ভারী আছে। এখনও অবশ্য দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/5 ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে প্রাথমিক টেট পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর শিক্ষা দফতরের কাছে সেই প্রস্তাব পাঠানো হবে। শিক্ষা দফতরের সবুজ সংকেত মিললেই প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
4/5 এবার প্রাথমিক টেট পরীক্ষায় নজরদারি আরও বাড়াতে চলেছে পর্ষদ। ওই প্রতিবেদন অনুযায়ী, সিসিটিভি তো থাকবেই। সেইসঙ্গে বায়োমেট্রিক প্রক্রিয়া থাকবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
5/5 যদিও এবার প্রাথমিক টেট নিয়ে কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এখনও পর্যন্ত গতবারের প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি পর্ষদ। সেই পরিস্থিতিতে নতুন করে প্রাথমিক টেট নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের কবে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও ছবি