বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: ম্যাচটা হলে আমরাই জিততাম! বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন শাহিন

IND vs PAK: ম্যাচটা হলে আমরাই জিততাম! বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন শাহিন

বিরাট কোহলিকে আউট করার পরে শাহিন শাহ আফ্রিদি (ছবি-এপি)

ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে বৃষ্টির জন্য এই ম্যাচটিকে বাতিল করা না হলে ম্যাচটি জিতত পাকিস্তান! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এদিন বিরাট-রোহিতদের আউট করার রহস্য ফাঁস করলেন তিনি।

ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে বৃষ্টির জন্য এই ম্যাচটিকে বাতিল করা না হলে ম্যাচটি জিতত পাকিস্তান! এমনটাই দাবি করেছেন পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। আসলে প্রথমে ব্যাট করে ভারত ২৬৬ রান করে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে নামতে পারেনি পাকিস্তান দল। ভারতের বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান দল। ভারতীয় ইনিংসের পর এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এদিনের ম্যাচে শাহিন নেন ৪টি বড় উইকেট। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউট করেন তিনি।

ভারতীয় ইনিংসের পর কোহলি ও রোহিতের উইকেটে প্রতিক্রিয়া দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, ‘নতুন বল নিয়ে এটাই ছিল আমাদের পরিকল্পনা। আমার মনে হয় বিরাট ও রোহিতের উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও আমার কাছে সব ব্যাটসম্যানই সমান। রোহিতের উইকেট নেওয়াই ভালো ছিল। আমাদের ফাস্ট বোলারদের পরিকল্পনা কাজ করেছে। নাসিম (নাসিম শাহ) ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করছিলেন, তাতে আমি খুশি। নতুন বল সুইং এবং সিম করছিল। কিন্তু একবার বল পুরনো হয়ে গেলে রান করা সহজ হয়ে যেত। তাই প্রথম থেকেই নিজেদের পরিকল্পনায় কাজ করে গিয়েছিলাম।’

বিরাট কোহলি আউটের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন যদি এই উইকেটে বিরাট কোহলি দাঁড়িয়ে যেতেন তাহলে চাপর হত। তাই প্রথম থেকেই বিরাটকে আউট করার চেষ্টা করছিলাম। আমরা টিম হিসাবে বোলিং করার চেষ্টা করেছি এবং তাতে আমরা সফল হয়েছি।’ পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ ভারতের শীর্ষ ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দেন। ২২ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। শাহিনের বলে বোল্ড হন তিনি। ৭ বলে ৪ রান করে আউট হন বিরাট। তাঁকেও বোল্ড করেন শাহীন। শুভমন গিল ৩২ বলে ১০ রান করে আউট হন। হ্যারিস রউফের বলে বোল্ড হন শুভমন। ১৪ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। আইয়ারকেও আউট করেছিলেন রউফ।

ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ৯০ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শাহিন আফ্রিদির বলে আউট হন পান্ডিয়া। ৮১ বলে ৮২ রান করেন ইশান কিষাণ। রউফের বলে আউট হন ইশান। এই জুটি ভাঙা নিয়েও কথা বলেন শাহিন। তিনি বলেন, ‘প্রথমে উইকেট পড়েগিয়েছিল, তবে হার্দিক-ইশানের জুটিটা ভাঙা দরকার ছিল। তাই তো হার্দিককে আউট করতে পেরে বেশ ভালো লাগছিল।’

এরপরে রবীন্দ্র জাদেজার উইকেটও নেন আফ্রিদি। ১৪ রান করে আউট হন জাদেজা। পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন শাহিন। ৯ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নেন রউফ। নাসিম শাহও নেন ৩ উইকেট। এরপরে লাহোরে সুপার ফোরের ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান। এই বিষয়ে এদিন শাহিন বলেন, ‘আমরা এক নম্বর দল, এক নম্বরের মতোই খেলছি। এরপরে এই ম্যাচ লাহোরে হবে, নিজেদের মাঠে খেলা, দর্শকরাও আসবেন। আমরা সেখানেও ভালো খেলব।’

ক্রিকেট খবর

Latest News

ডাক্তারকে লাথি থেকে থানায় সহকর্মীকে যৌন হেনস্থা, বাহিনীকে কড়া নির্দেশ CP মনোজের পুলকারে ধাক্কা বাইকের, আরোহীকে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, চতুর্থীতে শোরগোল হাওড়ায় ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও… মাথাটা খাটা খেলার সময়-রান আউট হতেই শিষ্যকে ধমক গুরু যুবরাজের কতটা কষ্ট করেন জোম্যাটোর ডেলিভারি এজেন্টরা, মলে পৌঁছেই হাড়ে হাড়ে বুঝলেন সিইও রোজ তুলসী পাতা খান? শরীরে যা ঘটছে...! জানলে মাথা ঘুরে যাবে কুমারী পুজো হবে, সেনাপ্রধানের অনুরোধে সিদ্ধান্ত বদল ঢাকার রামকৃষ্ণ মিশনের বড় ধরনের বিধি সংশোধন, সরকারি কর্মীদের 'চিন্তা' দূর করল সরকার বিয়ের পর প্রথম পুজোয় সিঁদুর খেলবেন না সন্দীপ্তা! সৌম্যকে নিয়ে কী প্ল্যান? ‘সোনা পাচারে জড়িতরা বেশিরভাগই মুসলিম’, কর্ণাটকে CPM বিধায়কের মন্তব্যে বিতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.