বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, কী বলছেন আবহাওয়াবিদরা?

IND vs PAK: এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, কী বলছেন আবহাওয়াবিদরা?

বাবর আজম ও রোহিত শর্মা (ছবি-টুইটার)

India vs Pakistan Asia Cup 2023: ভারত বনাম পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে প্রকৃতি।

শুভব্রত মুখার্জি: বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান এবং নেপাল। বাবর আজমের শতরানে ভর করে বড় জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান দল। কিন্তু এশিয়া কাপের মূল আকর্ষণ সেই ভারত বনাম পাকিস্তানের লড়াই।

ওডিআই বিশ্বকাপের আগেই যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু এশিয়া কাপে আদৌ কি খেলা সম্ভব হবে ভারত-পাক ম্যাচ? স্থানীয় আবহাওয়াবিদদের‌ তরফে যা খবর, তাতে করে ভারত বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে প্রকৃতি। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচে।

ফলে পাল্লেকেলেতে যেমন একদিকে রয়েছে ম্যাচ আয়োজনের উত্তেজনা, তেমন অন‌্যদিকে রয়েছে আশঙ্কার মেঘও। শ্রীলঙ্কায় এই মুহূর্তে বর্ষার মরশুমের একেবারে শেষভাগ চলছে। ফলে তার প্রভাব পড়তে চলেছে এশিয়া কাপেও বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবথেকে বেশি আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচে। ফলে ক্রিকেট সমর্থকদের এক আঙুল ওয়েদার অ্যাপসগুলোতে থাকবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:- PAK vs NEP: মাথায় ঘুরছে ভারত-পাক লড়াই, নেপালের বিরুদ্ধে বিরাট জয়কে মহারণের প্রস্তুতি বললেন বাবর

শনিবারের হাই ভোল্টেজ ম্যাচের আগে অবশ্য বৃহস্পতিবারের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা। অ্যাকুওয়েদারের মতে ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ফলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়া নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে।

পাল্লেকেলের আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে আগের দিনও যদি বৃষ্টি হয় এবং পরের দিন সূর্য ভালোভাবে না বেরতে পারে তাহলে ভিজে থাকে। এতটাই ভিজে থাকে যে চলাফেরা করলেই সেখানে পায়ের দাগ তৈরি হয়ে যেতে পারে। কলম্বো থেকে পাল্লেকেলে এই গোটা এলাকায় মঙ্গলবার ও বুধবারেও প্রায় এই ধরণের আবহাওয়া ছিল।

আরও পড়ুন:- PAK vs NEP: বাবর-ইফতিকারের জোড়া শতরানে ভর করে এশিয়া কাপের ইতিহাসে নিজেদের সব থেকে বড় জয় পেল পাকিস্তান

বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার আবহাওয়ার বিষয়ে যাঁদের নূন্যতম ধারণা রয়েছে তাঁরা জানেন যে অগস্ট-সেপ্টম্বর মাসে এই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলা কতটা ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির কারণে। সেখানে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তাহলে কোন যুক্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি শ্রীলঙ্কাতে এই সময়ে এশিয়া কাপের‌ মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিল?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন