পাল্লেকেলের স্পিন সহায়ক বাইশগজে স্লো টার্নাররা কতটা সাফল্য পেতে পারেন, তার ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। শুধু ভারত-পাক ম্যাচেই নয়, বরং শ্রীলঙ্কার পিচে এশিয়া কাপে সফল হতে হলে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্দেহ নেই। এই সুযোগটাই কাজে লাগাতে পারেন রবীন্দ্র জাদেজা। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং করতে পারলে অনবদ্য ২টি ব্যক্তিগত নজির গড়বেন তিনি।
সপ্তম ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন জাদেজা। তার জন্য তাঁর দরকার ৬টি উইকেট। জাদেজা এখনও পর্যন্ত ১৭১টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ১৯৪টি উইকেট সংগ্রহ করেছেন। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৬ রানে ৫ উইকেট। সুতরাং, পাকিস্তান ম্যাচেই ২০০ ওয়ান ডে উইকেটের মাইলস্টোন ছুঁতে হলে জাদেজাকে ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দিতে হবে।
ওয়ান ডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইলস্টোন টপকানো ভারতীয় বোলাররা:-
১. অনিল কুম্বলে- ৩৩৭টি উইকেট।
২. জাভাগল শ্রীনাথ- ৩১৫টি উইকেট।
৩. অজিত আগরকর- ২৮৮টি উইকেট।
৪. জাহির খান- ২৮২টি উইকেট।
৫. হরভজন সিং- ২৬৯টি উইকেট।
৬. কপিল দেব- ২৫৩টি উইকেট।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
ভারতের হয়ে সব থেকে বেশি ওয়ান ডে উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাদেজা আপাতত ৮ নম্বরে রয়েছেন। পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি উইকেট নিতে পারলে ভেঙ্কটেশ প্রসাদকে টপকে তালিকায় সাত নম্বরে উঠে আসবেন জাদেজা। প্রসাদ ওয়ান ডে ক্রিকেটে সাকুল্যে ১৯৬টি উইকেট সংগ্রহ করেছেন।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, জাদেজা ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়া মাত্রই অল-রাউন্ডার হিসেবেও দুর্দান্ত এক নজির গড়বেন। এমন এক কৃতিত্ব অর্জন করবেন তিনি, যা কপিল দেব ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। আসলে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ২০০০ রান ও ২০০ উইকেটের গণ্ডি টপকাবেন তিনি। কপিল দেব ওয়ান ডে ক্রিকেটে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান সংগ্রহ করেছেন। জাদেজা ১৯৪টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত ২৫৬০ রান সংগ্রহ করেছেন।
এখনও পর্যন্ত বিশ্বের ১৩জন ক্রিকেটার ওয়ান ডে ফর্ম্যাটে ২০০ উইকেট ও ২০০০ রানের মাইলস্টোন টপকাতে সক্ষম হয়েছেন। কপিল দেব ছাড়া তালিকায় রয়েছেন সনৎ জয়সূর্য, শাহিদ আফ্রিদি, ওয়াসিম আক্রম, জ্যাক কালিস, চামিণ্ডা ভাস, শন পোলক, ড্যানিয়েল ভেত্তোরি, আবদুল রাজ্জাক, ক্রিস হ্যারিস, শাকিব আল হাসান, ক্রিস কেয়ার্নস ও হিথ স্ট্রিক।