ভারত বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করেছে, তাতে পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনারকে রাখা হয়েছে। একজন অফস্পিনারকে দলে রাখা নিয়ে নাকি বহু আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভারসাম্যের দোহাই দিয়ে আর রবিচন্দ্রন অশ্বিনকে ১৫ জনের দলে রাখাই হয়নি।
আর এখানেই উঠেছে প্রশ্ন। ফের কি তবে অন্যায় করা হল অশ্বিনের সঙ্গে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে একাদশ থেকেই বাদ দেওয়া হয়েছিল। যার ফল হাতেনাতে পেয়েছে টিম ইন্ডিয়া। ফের একই ভুল করল ভারত, এমনই দাবি ক্রিকেট ভক্তদের।
ভারতের পরিস্থিতিতে স্পিনাররা এমনিতেই সুবিধে পায়। সেখানে অশ্বিনের মতো স্পিনারকে বিশ্বকাপের মতো দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। নেটিজেনরা এতে রীতিমতো ক্ষোভ উগরেছেন। তাঁদের দাবি, শার্দুল ঠাকুরের সে ভাবে আহামরি পারফরম্যান্স নয়। তাই তাঁর বদলে অশ্বিনকেই দলে রাখা উচিত ছিল।
টিম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। চলছে তীব্র সমালোচনাও। দল নিয়ে আলোচনার সময়ে নাকি লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। রাহুল এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামেননি তিনি। রাহুল কবে ম্যাচ খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস বিশেষজ্ঞেরা রাহুলকে নিয়ে এখনও সন্তুষ্ট নন। ম্যাচ খেলার মতো জায়গায় আসতে তাঁর আরও কিছু দিন লাগবে। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে।
আরও পড়ুন: প্রথম পাঁচ ওভারেই তিনটি ক্যাচ মিস করলেন কোহলিরা- যা দেখে হতবাক ভারতীয় সমর্থকেরা
এদিকে রাহুল দলে থাকলেও অশ্বিন এবং যুজবেন্দ্র চহালের মধ্যে এক জনকেও দলে রাখা হয়নি। নাকি তাঁদের নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এক জন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই দল তৈরি করা হয়েছে। যুক্তি হিসেবে আগরকার বলেছেন, ‘আমরা একজন অফস্পিনারকে দলে রাখতে চেয়েছিলাম। তবে এটি আমাদের সেরা স্কোয়াডের ভারসাম্য। আমরা হয়তো একজন অফস্পিনার ছাড়া একটু চাপে থাকব। কিন্তু সিমাররা সাধারণত এই ফরম্যাটে অনেক ওভার বোলিং করে থাকে।’ আগরকারের যুক্তিটা নিতান্তই জোলো। যাইহোক অশ্বিনকে বাদ দেওয়ার পর আশঙ্কিত নেটপাড়া। তাদের ভাবনা, এর ফল না আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো ভারতকে পেতে হয়!
বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।