নীতীশ রানাকে নিয়ে নাইট শিবিরে ধোঁয়াশা যেন আরও ঘনীভূত হচ্ছে। কোথায় নীতীশ রানা? কী হয়েছে তাঁর? বহু নাইট সমর্থকের গলাতেই এই সব প্রশ্ন শোনা যাচ্ছে। তবে নীতীশ রানাকে নিয়ে নাইট শিবির থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। এমন কি নীতীশ রানার মেডিকেল রিপোর্টও এখনও পাওয়া যায়নি। তিনি কবে ফিরবেন তার কোনও উত্তরও পাওয়া যাচ্ছে না। গত মরশুমে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন নীতীশ রানা। কারণ শ্রেয়স আইয়ারের চোটের কারণে সেই সময়ে খেলা হয়নি। ২০২৩ সালে গোটা আইপিএল মরশুমেই মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার। তখন আসা হঠাৎ ধাক্কা সামলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। অভিজ্ঞ এই নাইটের কাঁধে ভর দিয়েই অভিযান শুরু করেছিল কলকাতা এরপরে যাত্রা চালিয়ে গিয়েছিল শাহরুখ খানের দল।
আরও পড়ুন… IPL 2024 DC vs KKR: নাইটদের হারাবো, ম্যাচের আগে আত্মবিশ্বাসী পন্টিংয়ের ডেপুটি প্রবীণ আমরে
তবে চলতি মরশুমে ফিট হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার এবং তিনি ফের দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এর পাশাপাশি গৌতম গম্ভীরকেও ফিরিয়ে এনেছে নাইট শিবির। এই গম্ভীরের নেতৃত্বেই দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে এবারে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। গৌতির ছোঁওয়ায় যে কেকেআর দলকে বাড়তি মোটিভেট করেছে সেটা দুটি ম্যাচ দেখে বোঝা গেছে। ফর্ম দেখিয়েছেন পুরনো নাইটরা, রাসেল থেকে নারিন সকলেই ঝলক দেখাচ্ছেন। ফলে পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির।
আরও পড়ুন… UEFA EURO 2024: এখনও মিলিয়ে যায়নি নাৎসি আতঙ্ক, কেন ৪৪ নং জার্সি থাকবে না জার্মানির
তবে এর মাঝেই প্রশ্ন উঠছে কিন্তু হঠাৎ কেন দলে নেই নীতীশ রানা। অফিসিয়াল খবর রানার আঙুলে চোট রয়েছে তাই আরসিবি ম্যাচে প্লেয়িং ইলেভেনে ছিলেন না নীতীশ রানা। কিন্তু এই সিদ্ধান্ত কত আগে নেওয়া হয়েছিল? কারণ টস করতে যখন শ্রেয়স আইয়ার নেমেছিলেন তখন তিনি নিজেই জানিয়েছিলেন তাঁর হাতে প্লেয়িং ইলেভেনের দুটি কাগজ। যা নিয়ে অধিনায়কও ঘেঁটে গিয়েছিলেন। তাহলে কী দল নির্বাচনেও অধিনায়কের কোনও ভূমিকা নেই, পুরো খেলাটাই গম্ভীর খেলছেন।
এরপর থেকেই কেকেআর ফ্যানদের মধ্যে জোর আলোচনা চলছে এবং ক্রিকেট ওয়াকিবহাল মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পাওয়ার পর আর কোথাও দলের সঙ্গে দেখা যাচ্ছে না নীতীশ রানাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে তাঁকে দেখা যায়নি। এবার বিশাখাপত্তনমেও যে দল গেছে সেই দলে নেই নীতীশ রানা। আরসিবি ম্যাচে খেলা দলই সেখানে গিয়েছে। আর সেই দলে নেই নীতিশ রানা। তাহলে ওয়াকিবহাল মহলে জোর ধোঁয়াশা তৈরি হয়েছে। গত মরশুমে যিনি দায়িত্ব নিয়ে কেকেআরকে টানলেন তাঁকে কী এবার কেকেআর থিঙ্কট্যাঙ্কের পছন্দ হচ্ছে না। প্রশ্ন উঠছে সর্বত্র।