বাংলা নিউজ > ক্রিকেট > IPL Auction 2024 Preview of SRH: স্টার্ককে নিতে কি অল-আউট ঝাঁপাবে SRH? লাগবে ফিনিশার ও ডেথ বোলার

IPL Auction 2024 Preview of SRH: স্টার্ককে নিতে কি অল-আউট ঝাঁপাবে SRH? লাগবে ফিনিশার ও ডেথ বোলার

সানরাইজার্স হায়দরাবাদ দল। ছবি- আইপিএল।

হাতে রয়েছে অনেক টাকা। দল গঠনে চমক দেবে সানরাইজার্স হায়দরাবাদ? ডেথ ওভারের সমস্যা কাটাতে কাকে নেয় অরেঞ্জ আর্মি, সেটাই দেখার বিষয়।

আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই দুবাইতে শুরু হবে ২০২৪ আইপিএল নিলাম অনুষ্ঠান। ইতিমধ্যেই, এই নিলাম পর্বকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। এখন সবার নজর একটাই বিষয়ে যে কোন ক্রিকেটার কোন দলে যাবে। অন্যদিকে, সব ফ্র্যাঞ্চাইজিগুলি মাথা লাগাতে শুরু করে দিয়েছে ক্রিকেটার বাছাই ও দল তৈরি করা নিয়ে। একই সঙ্গে দুই মরশুমের বিজয়ী দল 'সানরাইজার্স হায়দরাবাদ'ও জোড় কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে আসন্ন টুর্নামেন্টকে পাখির চোখ করে।

গতবারে মনের মতো হয়নি ফল। ভালো দল গড়েও সাফল্যের মুখ দেখতে ব্যস্থ সানরাইজার্স। বদল করা হয়েছে একাধিক কোচ। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। রোগ সেরে ওঠেনি সানদের। ফলে নতুন মরশুম, নতুন শপথ নিয়ে মাঠে নামবে হায়দরাবাদ। পুরনো ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ফলে সানদের জন্য এই নিলাম পর্ব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে দল গঠনের আগে হায়দরাবাদকে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়।

কতো টাকা হাতে আছে?

ইতিমধ্যেই, প্রতিটি বিভাগের কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে একইসঙ্গে দলে রেখেছেন বহু ম্যাচ উইনারকে। তবে নিলামের ক্ষেত্রে বাকি দলেদের তুলনায় স্বস্তিতে রয়েছে তারা। এই নিলামের জন্য সানরাইজার্সের ঝুলিতে রয়েছে ৩৪ কোটি টাকা। এই অর্থের মধ্যেই ক্রিকেটার কিনতে হবে দলের ফ্র্যাঞ্চাইজিটিকে। এবার দেখার বিষয় কোন বিভাগের উপর বেশি নজর দিয়ে ক্রিকেটার কেনে তারা।

কতগুলো জায়গা রয়েছে?

'রিলিজ' তালিকায় দল থেকে বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার। তাই এই মুহূর্তে হায়দরাবাদকে ৬টি স্লট পূরণ করতে হবে। যদিও ব্যাগে যা অর্থ রয়েছে তা অনেক। সুতরাং কিছুটা স্বস্তি থাকবেই ফ্র্যাঞ্চাইজির উপর এই স্লট পূরণ করাকে ঘিরে। তবে দেখার বিষয় গুরুত্ব কোন বিভাগকে বেশি দেওয়া হয়। ব্যাটিং, বোলিং নাকি অলরাউন্ডার?

কোন কোন জায়গা ফাঁকা আছে?

শেষ কয়েকটি মরশুম ধরে পিঞ্চ হিটারের অভাব দেখা গিয়েছে দলে। এছাড়াও রান রুখে দেওয়ার মত স্পিনারও নেই শিবিরে। অন্যদিকে বাদ পড়েছে কিছু তারকা ক্রিকেটার। সুতরাং এই বিষয়টিকে মাথায় রেখে হায়দরাবাদের প্রধান লক্ষ্য হবে এই মুহূর্তে বেশি করে স্পিনার অলরাউন্ডার অন্তর্ভুক্ত করানো যাতে তাঁরা নিচের দিকে নেমে রান করতে পারে। তবে, কিছুটা চাপ রয়েছে বোলিংয়ের ক্ষেত্রেও। বেশ কয়েকটি মরশুম ধরে, বেশিরভাগ ম্যাচেই, বোলাররা একেবারেই অধিনায়কের চাহিদা পূরণ করতে পারেনি। বিশেষ করে অল্প রান রুখতে একেবারেই তারা হয়নি সফল। তবে যেহেতু পার্সে বেশি অর্থ আছে, তাই অনেক ভেবেচিন্তেই এই বছর ফিনিশার ও স্পিনার কিনতে হবে তাদের।

কাদের টার্গেট করতে পারে?

ইতিমধ্যেই, ২৬ নভেম্বর জমা করে দেওয়া হয়েছে 'রিটেনশন ও রিলিজ' তালিকা। বহু দলই ছেড়ে দিয়েছে নিজেদের ম্যাচ উইনার। তাই মনে করা হচ্ছে এই বছর হায়দরাবাদ নিজেদের দলে একাধিক তারকা হিটারদেরই নেবেন। রইল কথা বোলিংয়ের, তাহলে ডেথ ওভারের ক্ষেত্রে হার্ষাল প্যাটেল বরাবরই ভালো পারফর্ম করে এসেছে। পাশাপাশি, দরকারে ব্যাট হাতেও তিনি নিচের দিকে নেমে স্কোরবোর্ডে রান তুলতে সফল হয়েছেন। তবে দলের প্রধান ক্রিকেটারদের কথা মাথায় রেখে তাকে ছেড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই হায়দরাবাদের কাছে এই বছর সুযোগ রয়েছে এই তারকা বোলারকে নিজেদের দলে জায়গা দেওয়ার এবং শিবিরকে আরও মজবুত করার। তবে যেহেতু অজস্র অর্থ রয়েছে তাদের ঝুলিতে, সেই ক্ষেত্রে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে হায়দরাবাদ। এই দু'জনও ব্যাট হাতে নিচের দিকে রান করতে সক্ষম। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কাদেরকে দলে জায়গা দেবে তারা। তা বলবে সময়।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কাদের ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ?

আব্দুল সামাধ, অভিষেক শর্মা, এডেন মার্করাম, আনমোলপ্রীত সিং, ভুবনেশ্বর কুমার, ফজলহক, গ্লেন ফিলিপ্স, ক্লাসেন, মার্কো জানসেন, মায়াঙ্ক আগারওয়াল, মায়াঙ্ক মারকান্ডে, নীতীশ কুমার, রাহুল ত্রিপাঠী, সানবীর সিং, শাহবাজ আহমেদ, উমরান মালিক, উপেন্দ্র সিং, ওয়াশিংটন সুন্দর।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.