জসপ্রীত বুমরাহ বোলিং করতে আসা মানেই, উল্টোদিকের ব্যাটারদের হৃদস্পন্দন বেড়ে যায়। বারবার সেটা প্রমাণ করেছেন ভারতের তারকা পেসার। সেটা আন্তর্জাতিক মঞ্চ হোক, বা আইপিএলের মঞ্চ। তার উপর ২০২৪ আইপিএলে বুমরাহ দুরন্ত ছন্দে রয়েছেন। বৃহস্পতিবারই যেমন মোহালির মুলানপুর স্টেডিয়ামে পঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপের ভিতটাকেই নড়িয়ে দেন ভারতের তারকা পেসার।
বুমরাহের বিধ্বংসী ইয়র্কারে দু'টি স্টাম্প উড়ে গেল রসউয়ের
পঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন বুমরাহ। সেটি তাঁর প্রথম ওভার ছিল। আর ওভারের চতুর্থ বলেই তাঁর নিখুঁত ইনসুইং ইয়র্কারে রিলি রসউয়ের দু'টি স্টাম্প পুরো উপড়ে যায়। আসলে রসউ বলটি বুঝতেই পারেননি। তিনি একটি লেন্থ বল আশা করছিলেন, কিন্তু বুমরাহ তাঁকে হতবাক করে দেন। বুমরাহের বলটি শেষ মুহূর্তে সুইং করে। সময় মতো ব্যাটটাই নামাতে পারেননি রিলি রসউ। সোজা দু'টি উইকেট উপড়ে চলে আসে। নিঃসন্দেহে অবাক করে দেওয়ার মতোই ডেলিভারি।
এদিন জনি বেয়ারস্টোর জায়গায় পঞ্জাব কিংসের একাদশে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। কিন্তু তিনিও বুমরাহের বোলিংয়ের সামনে কেঁপে যান। মাত্র ৩ বল খেলে ১ করে সাজঘরে ফেরেন। তবে এখানেই শেষ নয়। একই ওভারের ষষ্ঠ বলে বুমরাহ আবার ফেরান স্যাম কারানকেও।
আরও পড়ুন: CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো
একই ওভারে ফেরান কারানকেও
বুমরাহের শেষ বলটি ফুলার লেন্থ ছিল। স্যাম কারানকে বলটি ফ্লিক করার চেষ্টা করলেও, লাভ হয়নি। ফিল্ড আম্পায়ার এই বলে ওয়াইড দিয়েছিলেন। কিন্তু বুমরাহ অনুভব করেছিলেন যে, বলটি ওয়াইড ছিল না এবং কারানের ব্য়াটে লেগে ইশানের হাতে জমা পড়েছে। যে কারণে ডিআরএস নেওয়া হয় এবং রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কানায় লেগেছে। বুমরাহের বলে ইশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কারান। ৭ বল খেলে একটি চারের সাহায্যে ৬ রান করে আউট হন তিনি।
আরও পড়ুন: কোহলি কি বিশ্বকাপে ওপেন করবেন? 'ভুয়ো খবর' বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন রোহিত শর্মা
নিজের স্পেলের প্রথম ওভারেই মাত্র ২ রান দিয়ে দু' উইকেট তুলে নেন বুমরাহ। সেই সঙ্গে পঞ্জাব কিংসেরও ভিত নড়িয়ে দেন। টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাব প্রথম ওভারেই ধাক্কা খায়। তারা প্রভসিমরন সিং-এর উইকেট হারায়। জেরাল্ড কোয়েটজির বলে গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন প্রভসিমরন সিং। তবে এই ওভারে ১২ রান দেন কোয়েটজি। কিন্তু দ্বিতীয় ওভারে বল করতে এসে পঞ্জাবের রানের গতি চেপে দেওয়ার পাশাপাশি, ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে রং-ই বদলে দেন বুমরাহ। এছাড়াও তিনি শশাঙ্ক সিং-এরও উইকেট নিয়েছেন।