সাইড স্ট্রেনের কারণে লখনউ সুপার জায়ান্টসের হয়ে শেষ দু'টি ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক যাদব। তবে লখনউ চিন্তামুক্ত করে বুধবার অনুশীলনে ফিরেছেন তরুণ পেস সেনসেশন মায়াঙ্ক। নিঃসন্দেহে এটি এলএসজির জন্য স্বস্তির দীর্ঘশ্বাস হবে।
লখনউ ফ্র্যাঞ্চাইজিটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে। ২৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মায়াঙ্ক পুরো রান-আপে বল করছেন। চোটের নামগন্ধ নেই। তাঁকে দেখেও মনে হচ্ছে না, কোনও সমস্যা রয়েছে। লখনউয়ের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছিলেন তাঁর বোলিং। তবে কি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেই একাদশে ফিরছেন মায়াঙ্ক? আশায় লখনউয়ের সমর্থকেরা। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফির সে উড় চলা।’ অর্থাৎ, আবার উড়ছে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বল করার পরে, তিনি মাঠ ছেড়েছিলেন। সেই ম্যাচে গোড়ালিতে চোট লেগেছিল মায়াঙ্কের। যে কারণে পরের দু’টি ম্যাচে খেলতে পারেননি তিনি। আর সেই দু'টি ম্যাচেই দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে যায় লখনউ। মায়াঙ্কের অভাব টের পেয়েছে পুরো দল। যে কারণে সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে মায়াঙ্ক অনুশীলনে যোগ দেওয়ায় স্বস্তি পেয়েছে লখনউ শিবির।
আরও পড়ুন: কোহলি কি বিশ্বকাপে ওপেন করবেন? 'ভুয়ো খবর' বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন রোহিত শর্মা
এবার আইপিএল অভিষেকেই সাড়া ফেলে দিয়েছেন মায়াঙ্ক। তিনি আইপিএলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক ভাবে ১৫০ কিমি বা তার বেশি গতিতে বোলিং করে চলেছেন। ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করে সকলকে চমকে দিয়েছেন মায়াঙ্ক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটি দ্রুততম বলের নজির। আর এর পর থেকে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ডানহাতি পেসার পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যথাক্রমে ৩/২৭ এবং ৩/১৪ ম্যাচ জয়ী পরিসংখ্যানে বোলিং করেছেন। এবং এর জন্য পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ার নির্বাচিতও হয়েছেন। প্রথম দু’টি ম্যাচ মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন মায়াঙ্ক। তিনি সম্পূর্ণ ফিটনেস ফিরে পেলে, লখনউতে শুক্রবারের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে দলে ফেরাবে এলএসজি।
এদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেকেআর ম্যাচের পরে মায়াঙ্ক যাদব সম্পর্কে রাহুল বলেছিলেন, ‘মায়াঙ্ক খুব খারাপ জায়গায় নেই। ওর চোটের অবস্থা খুব খারাপ জায়গায় নেই। আমরা এটাও নিশ্চিত করতে চাই যে, ওকে নিয়ে তাড়াহুড়ো করব না। খুব তাড়াতাড়ি ফিরে আসবে ও। ও যুবক, আমাদের ওর জন্য যত্নবান হতে হবে। ও খেলার জন্য মুখিয়ে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আর এক-দু'টো ম্যাচ সময় লাগতে পারে।’