জিততে চান, তবে হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না। আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে নামার বিষয়টা শুনতে ভালো, তবে ওসব নিয়ে মাথা ব্যাথা নেই। কেননা তার থেকে বড় বিষয় নিয়ে ভাবতে হচ্ছে তাঁদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা এমনই সব দাবি করলেন। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, রবিচন্দ্রন অশ্বিনের শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক।
সাংবাদিক সম্মেলেনর কার্যত শুরুতেই অশ্বিনকে নিয়ে রোহিত বলেন, ‘হতে পারে অশ্বিন বেশ কিছুদিন ওয়ান ডে খেলেনি, তবে ওর ক্লাস ও অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। ২টো ম্যাচে দারুণ বল করল। ওর হাতে অসাধারণ সব ভেরিয়েশন রয়েছে। যদি সুযোগ আসে, সেটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং, আমাদের ব্যাকআপ প্রস্তুত রয়েছে এবং এটা আমাদের জন্য ভালো বিষয়।’
প্রথমবার কোনও ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে ভারতের সামনে। রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অজিদের হারালেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া। বিশেষ করে বিশ্বকাপের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে সন্দেহ নেই। রোহিতের নজর অবশ্য যেনতেন প্রকারে জয় তুলে অজিদের হোয়াইটওয়াশ করায় নয়, বরং জয়ের প্রক্রিয়ায়।
হিটম্যান বলেন, ‘হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। এটা দলের কারও মাথাতেই নেই। এটা ঠিক যে, আমরা ম্যাচটা জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। তবে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমাদের নজর তাই প্রক্রিয়াটায় রয়েছে।’
রোহিত আরও বলেন, ‘বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিতে স্কোয়াডের খামতি ঢাকার ভালো সুযোগ থাকে। প্রথম ২টি ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, আরেকটা ম্যাচে প্রথমে ব্যাট করেছি। ২টি ম্যাচেই বড় রান করতে পেরেছি আমরা। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে ২টি ম্যাচেই। সুতরাং, ২টি ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি প্রচুর। তবে তৃতীয় ম্যাচে অনেকেই থাকবে না। নতুন কয়েকজন মাঠে নামবে। তাই এই ম্যাচ থেকে কী পেতে পারি, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বিশ্বকাপের আগে কয়েকটি বিষয় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচটিতে।’