বাংলা নিউজ > ক্রিকেট > World Cup > ICC ODI WC: ১৯৯৬-র বিশ্বকাপের ছোঁয়া! উইলিয়ামসনদের জার্সি প্রকাশ্যে আনল নিউজিল্যান্ড বোর্ড

ICC ODI WC: ১৯৯৬-র বিশ্বকাপের ছোঁয়া! উইলিয়ামসনদের জার্সি প্রকাশ্যে আনল নিউজিল্যান্ড বোর্ড

আসন্ন বিশ্বকাপের জার্সি পরে বোল্ট। ছবি- টুইটার

সামনেই বিশ্বকাপ, খুব বেশি দিন বাকিও নেই। আসন্ন বিশ্বকাপের জার্সি সামনে আনল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসনদের জার্সি দেখতে মনে পড়তেই পারে ১৯৯৬ সালের কথা।

শুভব্রত মুখার্জি: গতবার একেবারে তিরে এসে তরী ডুবেছিল নিউজিল্যান্ড দলের ‌। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা পৌঁছে ও দুর্ভাগ্যজনকভাবে বাউন্ডারির গুণতিতে হেরে যায় তারা। গতবারের রানার্সরা এই মুহূর্তে মুখিয়ে রয়েছে বিশ্বকাপের শিরোপা জিততে। ইতিমধ্যেই তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড তারা ঘোষণা করে ফেলেছেন। আর এবার সামনে এল তাদের আসন্ন বিশ্বকাপের কিট। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি তাদের এক ইনস্টগ্রাম পোস্টে নিউজিল্যান্ডের এই নয়া জার্সির ছবিও প্রকাশ করেছে। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

অনেকটা ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপের জার্সির ধাঁচে বানানো হয়েছে এবারের বিশ্বকাপের জার্সিটি। আইসিসি তাদের ক্যাপশনেও সেকথা লিখেছে। ক্যাপশনে লেখা হয়েছে ' নিউজিল্যান্ড নট টু ১৯৯৬ ফর দেয়ার ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ কিট'। অর্থাৎ ২০২৩ সালের ওডিআই কিটের জন্য তারা ১৯৯৬ সালের কিটকেই প্রাধান্য দিয়েছে।

প্রসঙ্গত ১৯৯৬ সালে লি জার্মোনের দলের কিটের ধূসর রঙের বদলে এবার কিটের রঙ রাখা হয়েছে কালো। বুকের মাঝে সাদা রঙ দিয়ে লেখা নিউজিল্যান্ড। রয়েছে সাদা ডোরাকাটা। পাশাপাশি বুকের বাঁদিকে রয়েছে নিউজিল্যান্ডের প্রখ্যাত সিলভার ফার্ণ পাতা। ডানদিকে রয়েছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ সালের লোগো। জামার হাতার শেষ প্রান্তে কিছুটা অংশ অবশ্য ধূসর রাখা হয়েছে।

নিউজিল্যান্ড দলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই এই নয়া জার্সি প্রকাশ করা হয়েছে। পেস বোলার ট্রেন্ট বোল্ট,লকি ফার্গুসনের পাশাপাশি কিপার ব্যাটার টম ল্যাথামকে দেখা গিয়েছে নয়া জার্সি পড়ে সোশ্যাল মিডিয়াতে পোজ দিতে। আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে নিউজিল্যান্ড দল। ৫ অক্টোবর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের। প্রসঙ্গত নিউজিল্যান্ড দল গত দুইবারের ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট দল। ২০১৫ সালে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। ২০১৯ সালে তাদের হারতে হয় ইংল্যান্ডের কাছে।

বন্ধ করুন