বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > SA vs NED: এই হারের যন্ত্রণাটা ভুলতেই চাই না- নেদারল্যান্ডস কাছে লজ্জার হারের পর মুষড়ে পড়েছেন বাভুমা

SA vs NED: এই হারের যন্ত্রণাটা ভুলতেই চাই না- নেদারল্যান্ডস কাছে লজ্জার হারের পর মুষড়ে পড়েছেন বাভুমা

তেম্বা বাভুমা।

শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়া- প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়নকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই প্রোটিয়াদের বিপক্ষেই নিজেদের ইতিহাসে স্মরণীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস। লজ্জাজন ভাবে হারে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের আগে তেম্বা বাভুমা সংবাদিক সম্মেলনে গর্ব করে বলেছিলেন যে, ডাচদের বিরুদ্ধে হারের পুনরাবৃত্তি করতে চান না তাঁরা। কিন্তু মাঠে সেই পুরনো ঘটনারই পুনরাবৃত্তি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ওয়ানডে বিশ্বকাপেও নেদারল্যান্ডসের কাছে হারল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম লজ্জাজনক এই হারের পুরো দায়টাই বোলারদের ঘাড়ে চাপিয়েছেন বাভুমা।

ম্যাচের পর তিনি বলেন, ‘এই পরাজয় আমাদের মনে বড় ক্ষতের সৃষ্টি করেছে। তবে এটা বলতেই হবে নেদারল্যান্ডস দলও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দারুণ ক্রিকেট উপহার দিয়েছিলাম। দলের সবার সঙ্গে কথা বলতে হবে। আমাদের শেষ চারে যাওয়ার অনেক সুযোগ আছে। আমাদের ভুলগুলো অবশ্যই শুধরে নিতে হবে। এই জয়ের জন্য বিপক্ষ দলকে অভিনন্দন।’

দলের হারের কারণ দর্শাতে গিয়ে বাভুমা বলেন, ‘আমরা এক পর্যায়ে ওদের ১১২ রানের ভিতর ৬ উইকেট ফেলে দিয়েছিলাম। আমাদের উচিত হয়নি, ওদের দু'শোর বেশি করতে দেওয়া। আমরা সেটা করতে দিয়েছি। তার পরেও ব্যাটিং নিয়ে বিশ্বাস ছিল, আমরা পারব। কিন্তু ওরা আমাদের ভূলগুলোকে ভালো ভাবে কাজে লাগিয়েছে।’

আরও পড়ুন: সেমিফাইনালে খেলার আশা নিয়ে বিশ্বকাপে এসেছি- ইতিহাস লিখে নিজেদের লক্ষ্যের কথা ফাঁস করলেন ডাচ অধিনায়ক

অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনশোর বেশি রান করলেও, এই ম্যাচে মাত্র ২০৭ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিখুঁত ছিলাম। এদিন আমাদের ফিল্ডিং বাজে ছিল। দলের খেলোয়াড়দের সঙ্গে আমি বসে এটা নিয়ে কথা বলব। এটা হারটা যন্ত্রণার।’

তিনি আরও বলেন, ‘যা হয়েছে তা ভুলে যাওয়ার চেষ্টা করার কোনও অর্থ আছে বলে মনে করি না। এই হারের ফলে যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা হওয়া উচিত। এর পর পরের দিন যখন মাঠে ফিরবেন, তখন নতুন ভাবে পুরো দল জেগে উঠবে এবং নতুন যাত্রা শুরু করবে।’

আরও পড়ুন: রোহিতকে বোলিং টিপস দিয়ে একাদশের বাইরে নিজেকেই ছিটকে দিচ্ছেন অশ্বিন-নেটে হিটম্যানের হাত ঘোরানো নিয়ে দাবি মঞ্জরেকরের

ইংল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকা- বিশ্বকাপে লজ্জার মুখে পড়েছে। আফগানিস্তানের পর দ্বিতীয় অঘটন ঘটাল নেদারল্য়ান্ডস। শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়া- প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়নকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই প্রোটিয়াদের বিপক্ষেই নিজেদের ইতিহাসে স্মরণীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস।

ডাচদের টপ অর্ডার পুরো ব্যর্থ হয়। প্রথম ছয় ব্যাটার রান পাননি। ১১২ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। মনে হয়েছিল, দু'শোর ধারেকাছেও পৌঁছতে পারবে না নেদারল্যান্ডস। কিন্তু ১টি ছয় এবং ১০টি চারের সাহায্যে ৬৯ বলে অপরাজিত ৭৮ রানের দুরন্ত একটি ইনিংস থেলেই পার্থক্য গড়ে দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁর কাঁধে ভর করেই ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস।

জবাবে ৪২.৫ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল প্রোটিয়ারা। কিছুটা চেষ্টা করেছিলেন ডেভিড মিলার। কিন্তু ৫২ বলে তাঁর করা ৪৩ রান দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে কিছুটা চেষ্টা করেছিলেন কেশব মহারাজ (৪০)। শেষ উইকেটে ৪১ রান যোগ করেন কেশব মহারাজ এবং লুঙ্গি এনগিডি। কিন্তু ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল প্রোটিয়াদের। ৩৮ রানে ম্যাচ হারে তারা।

ক্রিকেট খবর

Latest News

কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ? বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি এবার কি পদত্যাগ করবেন সুখেন্দু? কী বললেন আরজি কর আবহে বিদ্রোহী হয়ে ওঠা সাংসদ? চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.