বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ‘ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন’‌, অশোকনগরে দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

‘ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন’‌, অশোকনগরে দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

চাঞ্চল্যকর পোস্টার পড়ল অশোকনগর জুড়ে।

এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি।

সামনেই পুরসভা নির্বাচন। তার আগেই চাঞ্চল্যকর পোস্টার পড়ল অশোকনগর জুড়ে। আর তা নিয়ে রীতিমতো চায়ে পে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দুই প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ–শ্লীলতাহানিতে অভিযুক্ত বলে পোস্টার পড়ল! এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি।

ঠিক কী ঘটেছে অশোকনগরে?‌ স্থানীয় সূত্রে খবর, অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে এবং ২১ নম্বর ওয়ার্ডে নীলরতন মিত্র। এই দু’‌জনের নামেই পোস্টার পড়েছে এলাকার একটি কমিউনিটি হলের পাঁচিলে। পোস্টারে কী লেখা আছে?‌ পোস্টারে লেখা হয়েছে, ‘‌অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্রী শ্যামলেন্দু দে ও অশোকনগর ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্রী নীলরতন মিত্র দু’‌জনেই শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ধর্ষকের বিরুদ্ধে ভোট দিন।’‌

কে বা কারা লাগাল এই পোস্টার? বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। দুই বিজেপি প্রার্থী এই বিষয়ে বলেন, ‘‌আমাদের বিরুদ্ধে মারামারির একটা কেস আছে। রাজনীতি করতে এমন কেস হয়। অন্য কোনও অভিযোগ যদি কেউ দেখাতে পারে, তাহলে প্রার্থীপদ প্রত্যাহার করব। শাসকপক্ষ হেরে যাওয়ার আতঙ্কে নোংরা খেলায় নেমেছে। ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। এতে ফল আরও খারাপ হবে।’‌

এই বিষয়ে পাল্টা অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপ পাল বলেন, ‘‌অশোকনগরে বিজেপি গোষ্ঠীকোন্দল প্রকট। ওরা নিজেরাও তা জানে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবে। কুরুচিকর মন্তব্য আমরা করি না।’‌

বন্ধ করুন