বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Calcutta High court: ব্যালট পেপার রাস্তায় পড়ে! ভোটে স্বচ্ছতা কোথায়? কমিশনকে ভর্ৎসনা বিচারপতির

Calcutta High court: ব্যালট পেপার রাস্তায় পড়ে! ভোটে স্বচ্ছতা কোথায়? কমিশনকে ভর্ৎসনা বিচারপতির

বিচারপতি অমৃতা সিনহা।

গণনার দিন জঙ্গিপাড়ার ডিএনএ হাইস্কুলের পাশের রাস্তায় এক গুচ্ছ ব্যালট উদ্ধার হয়। সেই ব্যালট নিয়ে আদালতের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী। মামলায় বিডিও-কেও তলব করা হয়। বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে হাজির হন জাঙ্গিপাড়ার বিডিও।

রাস্তায় ব্যালট পেপার পড়ে থাকা নিয়ে মামলায় কমিশনকে ভর্ৎসনা করল আদালত। এই মামলা গ্রহণ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কমিশনের আইনজীবী। তার প্রেক্ষিতে আদালত কমিশনকে বিচারপতি বলেন, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু এত হিংসা হচ্ছে কেন? জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। তাঁর পর্যবেক্ষণ, তাহলে কি নির্বাচনে জেতাকে কেউ কেউ তাঁদের উপার্জনের মাধ্যম হিসাবে মনে করেছেন? সে কারণেই কি এত হানাহানি?

গণনার দিন জঙ্গিপাড়ার ডিএনএ হাইস্কুলের পাশের রাস্তায় এক গুচ্ছ ব্যালট উদ্ধার হয়। সেই ব্যালট নিয়ে আদালতের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী। মামলায় বিডিও-কেও তলব করা হয়। বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে হাজির হন জাঙ্গিপাড়ার বিডিও।

(পড়তে পারেন। TMC MLA-এর বিরুদ্ধে ব্যালট ছেনতাইয়ের অভিযোগ, সাঁকরাইলের ১৫সহ একাধিক বুথে ফের ভোট)

গণনা কেন্দ্রের বাইরে রাস্তায় এই ব্যালট পেপার পড়ে থাকা নিয়ে বিচারপতি প্রশ্ন করলে তিনি বলেন, ব্যালট পেপারগুলি তিনি প্রিসাইডিং অফিসারকে দিয়ে দিয়েছিলেন। তার পর আর তাঁর দায়িত্বে সেগুলি ছিল না। রাস্তা থেকে উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল। বিচারপতি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের নাম ও ঠিকানা লিখে দিয়ে যেতে বলেন। তাঁর প্রশ্ন, সই করা ব্যালট পেপারগুলি কী ভাবে বাইরে এল? কোন কারচুপি করা হয়নি তো?

মামলাকারী মহম্মদ শাহিন শেখের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, ব্যালট পেপারগুলি ভুয়ো হতে পারে। ভুয়ো ব্যালটেই হয়তো ছাপ্পা ভোট পড়েছে।

শুনানিতে কমিশনের আইনজীবী কিশোর দত্ত বলেন, ভোট মিটে গিয়েছে। এখন তো নির্বাচনী পিটিশন দাখিল করা উচিত। কমিশনের আইনজীবীরকে মাঝপথে থামিয়ে দিয়ে  বিচারপতির প্রশ্ন, ‘একজন সাধারণ মানুষ হিসাবে বলুন, এখনও পর্যন্ত কটা নির্বাচনী পিটিশনের সুরাহা হয়েছে? পিটিশনের খরচ কে জোগাবে?’

ব্যালট পেপার প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের অফিসার বলছেন ব্যালট পেপার রাস্তায় পড়েছিল। সেগুলোতে প্রিসাইডিং অফিসারের সইও ছিল। তারপরও কেন কমিশন অস্বীকার করতে চাইছে ? আদালত অনেক ধৈর্য ধরেছে। ব্যালট পেপার রাস্তায় পড়ে! কোথায় নির্বাচনের স্বচ্ছতা?'

এই মামলায় বিচারপতি ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। গণনা কেন্দ্রে ভিতর ও বাইরের ফুটেজ চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই।

ভোটযুদ্ধ খবর

Latest News

আগামী T20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির দায়িত্বে বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ প্রত্যাবর্তনেই নজর কাড়লেন বেন স্টোক্স, কাউন্টিতে নিলেন এক ইনিংসে পাঁচ উইকেট আজ পালিত হবে নরসিংহ জয়ন্তী, জেনে নিন পুজোর শুভ সময় ও এই দিনের গুরুত্ব কলকাতায় খাড়গের ছবিতে কালি ইস্যুতে বঙ্গ কংগ্রেসের থেকে রিপোর্ট চাইল হাইকমান্ড বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে…’ IIMC-র অনুষ্ঠানে বার্তা ওপার বাংলার পরিবেশ মন্ত্রীর কেন্দ্রের ধমক খেয়ে তৎপর সিকিম সরকার, পাহাড়ি রাজ্যে কি কমবে গাড়ি ভাড়া? নতুন-পুরনো মিলিয়ে কোকাকোলার ৫২৩৭ সামগ্রী ব্যক্তির সংগ্রহে! গড়লেন বিশ্বরেকর্ড সত্যি কি কোনওদিন প্রেম সম্পর্কে ছিলেন তাঁরা? সোজাসুজি জবাব প্রসেনজিৎ-ঋতুপর্ণার ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে সামনে ভোটের কোন অঙ্ক?

Latest IPL News

বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই! আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায় পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত অডিও প্রকাশ করে গোপনীয়তা ভঙ্গ করেছে স্টার! রোহিতের অভিযোগের কী জবাব দিল তারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.