বিজেপি সমর্থকদের চমকানোর নিদান দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার পালটা মারের হুমকি দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের তিনি এই বিষয়ে বলেন, ‘যদি ভেবে থাকেন যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখাবেন আর মারবেন, তাহলে আপনাকেও বলে রাখছি... মারের বদলা মার হবে। সে যেভাবেই হোক।’
এদিকে নরেন্দ্রনাথ প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও। এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ সাংবাদিকদের বলেন, ‘যেভাবে পাণ্ডবেশ্বরের বিধায়ক হুমকি দিচ্ছেন তা সবাই দেখেছে। গণতন্ত্রে কি কেউ এভাবে কখনও বলতে পারে যে, আমপি ভোট দিতে গেলে আপনি আমাদের বিরুদ্ধে। এটা তো নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা। এই ধরনের হুমকি যদি চলতে থাকে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে হতে পারে না।’
এদিকে আজকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, গতকালই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপির সাংসদদের একটি প্রতিনিধি দল নরেন্দ্রনাথের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে। সেই নালিশের প্রেক্ষিতে নরেন্দ্রনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে নরেন্দ্রনাথকে বলতে শোনা গিয়েছিল, ‘বিজেপি সমর্থকদের বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক৷ ’ এই ভিডিয়ো প্রসঙ্গে অবশ্য প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক দাবি করেন, ‘ভিডিয়ো পুরোনো কি না খতিয়ে দেখতে হবে। আমরা নিচু তলার কর্মী। আগে আমাদের যে জেলা সভাপতি ছিলেন তিনি এখন ও দলে। তখন তো তাঁর নির্দেশেই সব করতাম।’