এবার মল্লিকার্জুন খাড়গেকে কড়া চিঠি দিলেন ভারতের নির্বাচন কমিশন। আসলে ভোট কত পড়েছে সেটা দিতে অস্বীকার করেছে কমিশন এমন একটা অভিযোগ এনেছিলেন খাড়গে। আর সেই প্রসঙ্গেই এবার কড়া চিঠি দিল কমিশন।
সেখানে উল্লেখ করা হয়েছে আপনি( খাড়গে) গত ৬ মে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে নির্বাচন কমিশন যে ভোটারের সংখ্য়া বলছে তাতে বৈষম্য রয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যে তথ্য দিয়েছেন তা ঠিকঠাক নয়। সেখানে বলা হয়েছে আপনি কমিশনের বিশ্বাসযোগ্য়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানে আপনি বলেছেন হয়তো ইতিহাসে এই প্রথম কমিশন তথ্য় দিতে দেরি করল। সেখানে আপনি একাধিক মিডিয়া রিপোর্টের কথা উল্লেখ করেছেন। সেখানে আপনি বলতে চেয়েছেন যে কমিশনের উপর একটা কালো ছায়া পড়ে গিয়েছে। এমনকী ইভিএম নিয়েও এবার প্রশ্ন উঠতে পারে বলে আপনি বলেছিলেন।
কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে ভোট পড়েছে সেটা এদিক ওদিক করা সম্ভব নয় কারণ তার পুরো তথ্য সংশ্লিষ্ট প্রার্থীর কাছে থাকে। ভোট শেষ হওয়ার পরেই তার কাছে জমা পড়ে যায়। গণনার দিন সেই ১৭সি ফর্মের সঙ্গে মিলিয়ে দেখা হয় ভোটের সংখ্য়া। প্রার্থী ও এজেন্টদের সামনে এটা করা হয়।
সেই সঙ্গে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সমস্ত রকম রাজনৈতিক দলের মন্তব্যের জবাব দেওয়া থেকে কিছুটা বিরত থাকে কমিশন। তবে কমিশন দেখেছে যে ভোটের মাঝপথে পাবলিক ডোমেনে এমন চিঠি হাজির করা হয়েছে যে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এর মাধ্যমে ভোটদান নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এর মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
সব মিলিয়ে ভোটদানকে ঘিরে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায় তার জন্য সব ব্যবস্থা করার কথা বলেছে কমিশন। সেই সঙ্গে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত ধরনের অভিযোগকে নস্যাৎ করা হচ্ছে। সেই সঙ্গেই বলা হয়েছে যে আপনাকে পরামর্শ দেওয়া হচছে যে এই ধরনের মন্তব্য বা বিবৃতি করা থেকে বিরত থাকুন।
কার্যত ভোটের মাঝপথে এক্স হ্যান্ডেলে লিখে ভোটদানের হার নিয়ে তথ্য সংক্রান্ত ব্যাপারে কমিশনকে কাঠগড়ায় তুলেছিলেন খাড়গে। নানা ধরনের সন্দেহ প্রকাশ করেছিলেন খাড়গে। এবার তারই জবাব দিল কমিশন।