UP Election: শান্তিপূর্ণভাবেই মিটল উত্তরপ্রদেশের সপ্তম দফার ভোট, রেজাল্ট আউট বৃহস্পতিবার
Updated: 07 Mar 2022, 09:54 PM IST- উত্তরপ্রদেশের নয়টি জেলার ৫৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। এর মধ্যে তিনটি আসন নকশাল প্রভাবিত।
শেষ হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ। মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট। আগামী ১০ মার্চ 'রেজাল্ট আউট' হবে উত্তরপ্রদেশের।
মোদী-যোগীর ‘ডবল ইঞ্জিনেই’ আস্থা উত্তরপ্রদেশের, 'খেলা' হল সপার, আভাস সমীক্ষায় -- বিস্তারিত এখানে পড়ুন।
উত্তরপ্রদেশ নির্বাচনের সপ্তম ও শেষ পর্বে বিকেল ৩টা পর্যন্ত ৪৬.৪০% ভোটার ভোটার রেকর্ড হয়েছে।
ভারতের সবচেয়ে বিশিষ্ট এক্সিট পোলগুলি চাণক্য, সিভোটার এবং মাই অ্যাক্সিস ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হয়। এবিপি নেটওয়ার্ক, টাইমস নাও, ইন্ডিয়া টুডে, আজ তক, জি নিউজ, টিভি৯ ভারতবর্ষ এবং অন্যান্য টিভি চ্যানেলে তা দেখানো হয়।
উত্তরপ্রদেশের নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে দুপুর ১টা পর্যন্ত ৩৫.৫১% ভোটার ভোটার রেকর্ড হয়েছে।
দিব্যাঙ্গ ভোটারদের সাহায্য করার জন্য বারাণসীতে ভোট কেন্দ্রে দিব্যাঙ্গ মিত্রদের মোতায়েন করা হয়েছে।