অধিকাংশ বুথফেরত সমীক্ষার আভাস যে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। একমাত্র একটি সমীক্ষায় আভাস দেওয়া হল, উত্তরপ্রদেশে ভরাডুবির মুখে পড়বে গেরুয়া শিবির। ২২৮ থেকে ২৪৪ টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) জোট।
দেশবন্ধুর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে মাত্র ১৩৪-১৫০ টি বিধানসভায় জিততে পারবে বিজেপি। যা যেখানে ২০১৭ সালের বিধানসভা ভোটে বিজেপি ‘ট্রিপল সেঞ্চুরি’ করেছিল। সপা জোটের ঝুলিতে যেতে পারে ২২৮-২৪৪ টি আসন। অর্থাৎ 'ম্যাজিক ফিগার' ছাড়িয়ে গিয়ে সরকার গঠনের জায়গায় থাকবে সপা জোট।
উত্তরপ্রদেশের বুথফেরত সমীক্ষা
১) রিপাবলিক-পি মার্ক সমীক্ষা: বিজেপি ২৪০ টি আসন পেতে পারে। সমাজবাদী পার্টি জোটের দখলে যেতে পারে ১৪০ টি আসন। বিএসপির দখলে যেতে পারে ১৭ টি আসন। কংগ্রেস পেতে পারে চারটি আসন। দুটি আসন পেতে পারে অন্যান্যরা।
২) পোলস্ট্র্যাট সমীক্ষা: ২১১-২২৫ টি আসনে জিততে পারে বিজেপি। সমাজবাদী পার্টি জোট জিততে পারে ১৪৬-১৬০ টি আসনে। বিএসপির দখলে যেতে পারে ১৪-২৪ টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র চারটি থেকে ছ'টি আসন।
৩) ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে ২৮৮-৩২৬ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ৭১-১০১ টি আসন। বিএসপি জিততে পারে তিনটি থেকে ন'টি আসন।
উত্তরপ্রদেশের দোয়াব অঞ্চলে ৩৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ন'টি আসন। বিএসপি একটি আসন পেতে পারে। ব্রজ অঞ্চলে ৩৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ছ'টি আসন। রোহিলখণ্ড অঞ্চলে ৩০ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ২১ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে। পূর্বাঞ্চলে অঞ্চলে ৯৬ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ৩৬ টি আসন। বিএসপি তিনটি আসনে জিততে পারে। কংগ্রেস এবং অন্যান্য দুটি করে আসন দখল করতে পারে। আওয়াধ অঞ্চলে ৯৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ১৪ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে। আওয়াধ অঞ্চলে ৯৪ টি আসন পেতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি এবং আরএলডির জোটের দখলে যেতে পারে ১৪ টি আসন। বিএসপি একটি আসনে জিততে পারে।