বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > করোনা আবহে শুক্রবারের বঙ্গ সফর বাতিল নরেন্দ্র মোদীর

করোনা আবহে শুক্রবারের বঙ্গ সফর বাতিল নরেন্দ্র মোদীর

নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'আগামীকাল করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এর জেরে আমি আগামীকাল পশ্চিমবঙ্গে যেতে পারব না।'

করোনা আবহে শুক্রবারের বঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নিজে টুইট করে এই সফর বাতিল করার প্রসঙ্গে লেখেন, 'আগামীকাল করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এর জেরে আমি আগামীকাল পশ্চিমবঙ্গে যেতে পারব না।'

উল্লেখ্য, রাজ্যের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ১২টি বঙ্গ সফর সেরে ফেলেছেন নরেন্দ্র মোদী। আগামীকালের প্রস্তাবিত সফর তাঁর ১৩তম রাজনৈতিক সফর হত। তবে করোনা পরিস্থিতিতে সেই সফর বাতিল করা হয়েছে। শুক্রবার রাজ্যে তাঁর চারটি জনসভা হওয়ার কথা ছিল। মালদহ, বহরমপুর, সিউড়ি ও দক্ষিণ কলকাতায় এই সভাগুলি হওয়ার কথা ছিল। যদিও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিজেপির তরফে জানানো হয়েছিল, এই সভাগুলিতে কোনও জনসমাগম হবে না। বরং পাড়ায় পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মোদীর বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার ছক কষেছিল গেরুয়া শিবির। তবে করোনা আবহে এই সভাগুলি আগামীকাল হচ্ছে না। এদিকে এই সভাগুলি একেবারে বাতিল নাকি ২ দফার আগে রাজ্যে আসবেন মোদী, তা এখনও স্পষ্ট নয়।

ভোটমুখী বঙ্গে মোদীর ১৮টি সভা হয়েছে এখনও পর্যন্ত। সেই সভাগুলির কোনওটিতেই করোনা বিধি মানার বালাই দেখা যায়নি। এই আবহে রাজ্যে মোদী-শাহের সফর নিয়ে বারংবার সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রচারসূচি নিয়ে বারংবার তোপ দেগেছেন তৃণমূল নেতারা।

এর আগে করোনা আবহে বামজোটের তরফে জানানো হয়েছিল যে সংক্রমণ ঠেকাতে বড় কোনও জনসভা করবে না তাঁরা। এরপর একই পথে হেঁটে রাজনৈতিক সফরসূচি কাটছাঁট করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার বাড়বাড়ন্তে বঙ্গ সফর বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

‘দেশদ্রোহী! ওঁদের জন্যই ৬টি পদক হাতছাড়া’, ভিনেশ-পুনিয়াকে একহাত নিলেন WFI সভাপতি FIBA এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ছোটদের ভারতীয় বাস্কেটবল দল মোমো এবং ডিম সামের মধ্যে পার্থক্য কী? মজার উত্তর দিয়ে ভাইরাল দিল্লির ব্যক্তি Scotland বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অলিম্পিক্সে সোনা জেতেন স্ত্রী!প্যারালিম্পিক্সে জিতলেন স্বামী! ভালোবাসার হল জয়… ‘‌এভাবে চার্জশিট পেশের পর কাউকে তলব করা যায়?’‌ কয়লা পাচার মামলায় ভর্ৎসনা সিবিআই ২১ মাস পরে এসে ৪৭ বলে ৬১ পন্তের! ১ ওভারে ৫ চার সরফরাজের, আউট করে সেন্ড-অফ আবেশের ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন 4 ওভার শেষে United Arab Emirates Women-র স্কোর 34/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.