৮ দফা, ৩৩ দিন - শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, নজরে ২ মে
Updated: 29 Apr 2021, 06:31 PM ISTঅষ্টম দফায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ।
অষ্টম দফায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ।
এক মাস পর অবশেষে ফাইনাল ওভারে পৌঁছাল ২০২১ সালের বাংলার বিধানসভা ভোট। আজ (বৃহস্পতিবার) চারটি জেলার ৩৫ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তাতে এমন দুই জেলা আছে, যেখানকার দুই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নিজেদের গড় রক্ষার পরীক্ষায় বসেছেন - মুর্শিদাবাদে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বীরভূমে অনুব্রত মণ্ডল। দুই জেলার ১১ টি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে। তাছাড়াও মালদহের ছ'টি এবং কলকাতার সাতটি চলছে ভোটগ্রহণ। সপ্তম দফার মতো অষ্টম দফাতেও গুরুত্বপূর্ণ হতে চলেছে সংখ্যালঘু ভোট।
ঘড়ির কাঁটায় বাজল সাড়ে ছ'টা। শেষ হল ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ প্রক্রিয়া।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.০৭ শতাংশ। মালদহে ভোটদানের হার ৮০.০৬ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৮.০৭ শতাংশ, কলকাতায় ভোটদানের হার ৫৭.৫৩ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ৮১.৮৭ শতাংশ।
বোমা নয়, শব্দবাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে, দাবি কমিশনের -- আরও পড়ুন
বোলপুর : ইলামবাজারের গ্রামে পুলিশ। তারপরও কমেনি উত্তেজনা। ইটবৃষ্টি চলছে। দফায়-দফায় সংঘর্ষ।
বোলপুর : ইলামবাজারের ধরমপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় গেলে তাঁকে উদ্দেশ করে স্লোগান দেওয়া হয়। ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। চলে বিক্ষোভ। তারপর তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, বাঁশ নিয়ে কার্যত তাড়া তৃণমূল কর্মীদের। পুলিশের সামনেই হামলা। বাঁশ হাতে বিজেপি কর্মীরাও ঘুরছেন। ইটবৃষ্টি চলছে। দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গিয়েছে। তৃণমূলের দাবি, অশান্তিতে প্ররোচনা দিয়েছেন অনির্বাণ। দু'পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত। তাও ভোটের ডিউটি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন এক আশাকর্মী। ঘটনাটি মালদহে ১৭০ নম্বর বুথের। ওই আশাকর্মীর দাবি, দিনকয়েক আগেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেই সংক্রান্ত কাগজও দেখান তিনি। তাঁর দাবি, করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁকে ডিউটি করতে বলা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.১৯ শতাংশ। মালদহে ভোটদানের হার ৫৮.৭৮ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫৮.৮৯ শতাংশ, কলকাতায় ভোটদানের হার ৪১.৫৮ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ৬০.০৮ শতাংশ।
ইলামবাজারে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তা সংঘর্ষে গড়ায়। তৃণমূলের দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। পুলিশের সামনেই মারধর, হাতাহাতি।
জোড়াসাঁকো : মহাজাতি সদনের কাছে বোমাবাজি হয়নি। জানাল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, বোমা নয়, বাজি ফেটেছে।
‘আবার শীতলকুচি করব’, উত্তর কলকাতায় ভোটারদের হুমকি কেন্দ্রীয় বাহিনীর আরও করুন।–
শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। বৃহস্পতিবার সেখানে পুনর্নির্বাচন চলছে। পার্থপ্রতিম দাবি করেন, দলের পতাকা লাগানো গাড়ি নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকেছেন বিজেপি প্রার্থী।পার্থপ্রতিমকে বলতে শোনা যায়, ‘ফ্ল্যাগ নিয়ে ঢুকল কীভাবে, কমিশনের দালালি করছেন।’ বিস্তারিত দেখুন ভিডিয়োয়
পাঁচ ঘণ্টা পর বাড়ি থেকে বেরোলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যান। বাইকে করে যান। সঙ্গে ছিলেন মেয়ে।
লাঠি, বাঁশ, হকিস্টিক নিয়ে মুখোমুখি বিজেপি- তৃণমূল সংঘর্ষ, ব্যাটেলফিল্ড বেলেঘাটা –আরও করুন।
খয়রাশোলের জঙ্গল থেকে উদ্ধার সকেট বোমা। সূত্র মারফত খবর পেয়ে সেখানে অভিযান চালায়। বস্তা ভরতি বোমা উদ্ধার করা হয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বুথের কাছেই উদ্ধার বোমার।
ডোমকল : আলিনগরের ২০১ এবং ২০৪ নম্বরে তৃণমূল এবং সিপিআইএমের সংঘর্ষ। তির চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। লোহার ফলা লাগানো ছিল তিরে। পাঁচটি তির উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী।
নানুরে বিজেপি প্রার্থীর গাড়িতে ‘ভাঙচুর’, তৃণমূলের দিকে অভিযোগের তির – আরও পড়ুন
‘ফাইনাল ওভারের’ মধ্যে অষ্টম ভোটের গুরুত্ব এবং ২০১৬ সালের বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে কোন আসনে কে এগিয়ে আছে, তা দেখে নিন ভিডিয়োয়।
বেলেঘাটা : ধুন্ধুমার বাঁধল বেলেঘাটায়। ট্যাংরার সেকেন্ড লেন এলাকায় সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দু'পক্ষের মধ্যে পাথর ছোড়়াছুড়ি হয়। ছোড়া হয় বোতল। আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। চ্যালা কাঠ দিয়ে তাঁকে মারধর করা হয়। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে তাণ্ডব। এক যুবকের মুখ দিয়ে রক্ত ঝরছে। আহত হয়েছেন এক মহিলাও। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির।
মানিকতলা : বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। 'বিজেপি হায় হায়' স্লোগান ওঠে। অভিযোগ, রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি হয়। ধাক্কা মারা হয়। তৃণমূলের দাবি, বিদায়ী পুর কো-অর্ডিনেটরের গলা টিপে ধরা পড়েছিল। তৃণমূল প্রার্থী সাধন পান্ডে দাবি করেন, মহিলা পুর কো-অর্ডিনেটরের গায়ে হাত দেওয়া হয়েছে।
আপনারা কমিশনের দালালি করছেন? শীতলকুচিতে পুলিশকে 'হুঁশিয়ারি 'তৃণমূল প্রার্থীর – আরও পড়ুন
শীতলকুচি : ১২৬ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। তাঁর দাবি, বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকেছেন বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মণ। রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দেন পার্থপ্রতিম। তিনি বলেন, ‘আইসির বাহাদুরি কোথায় গেল’… ‘ফ্ল্যাগ নিয়ে ঢুকল কীভাবে, কমিশনের দালালি করছেন।’ যদিও বিজেপি প্রার্থীর দাবি, গাড়ি ১০০ মিটার দূরেই ছিল।
জোড়াসাঁকো : বিধান সরণিতে বোমাবাজির অভিযোগ। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় দু'জনকে আটক পুলিশের। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমা পড়েছে। কিন্তু বোমা পড়ার সময় সেখানে ছিলেন না বিজেপি প্রার্থী। বরং মিনিট ২৫ পর এসে দাবি করেন, তাঁর গাড়িতে বোমা পড়েছে।
ময়ূরেশ্বর : বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডলের ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, ভোট দিতে যাওয়ার সময় বাঁশ দিয়ে বেধড়ক করা হয়। নাক ফেটে গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের পালটা দাবি, বিজেপির মারধরে মাথা ফেটেছে তিন কর্মীর।
সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.০৪ শতাংশ। মালদহে ভোটদানের হার ১৮.৯৪ শতাংশ, মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৮.৮৯ শতাংশ, কলকাতায় ভোটদানের হার ১২.৮৯ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ১৩.৫ শতাংশ।
ইলামবাজার–নানুর–লাভপুরে ব্যাপক বোমাবাজি, ভোট–অষ্টমীতে উত্তেজনা চরমে – আরও পড়ুন
চৌরঙ্গী : তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে মেট্রোপলিটন ইনস্টিটিউটে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নয়নার দাবি, কেন্দ্রীয় বাহিনী জানায় যে বুথের মধ্যে প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না। শুধু ভোটাররা ঢুকতে পারবেন। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তারপর কোন দলের প্রার্থী তিনি, তা কেন্দ্রীয় বাহিনী জানতে চায় বলে অভিযোগ নয়নার। তারপরই সেক্টর অফিসার এবং নির্বাচন কমিশনকে অভিযোগ জানান তিনি।
অতীন ঘোষকে বুথে ঢুকতে বাধা, তুমুল বচসা কেন্দ্রীয় বাহিনী–প্রার্থীর মধ্যে – আরও পড়ুন
মহাজাতি সদনের সামনে বোমাবাজি, পড়ল জোড়া বোমা, তরজা তৃণমূল-বিজেপির – আরও পড়ুন
হরিহরপাড়া : তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওযার অভিযোগ। তৃণমূলের দাবি, কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। কোনও প্রতিক্রিয়া মেলেনি কংগ্রেসের।
নানুর : বিজেপির নির্বাচনী এজেন্ট খোকন দাসের গাড়িতে হামলার অভিযোগ। তাঁর দাবি, সকাল থেকেই বিভিন্ন বুথের অভিযোগ আসছিল। সেজন্য ঘুরছিলেন তিনি। তারইমধ্যে তৃণমূলের লোকজন তাঁর গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন। কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
জোড়াসাঁকো : ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় বোমাবাজি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহাজাতি সদনের কাছে বোমাবাজি। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ আগে কয়েকজন এলাকায় এসে দুটি বোমা ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনও হতাহতের খবর মেলেনি।
শীতলকুচি : শীতলকুচির ১২৬ নম্বর বুথে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ হচ্ছে।
লাভপুর : হাতিয়া-হাজরাপাড়া গ্রামে ৮১ নম্বর বুথে পুকুরের ধার থেকে উদ্ধার করা হয়। ১০-১২ টি বোমা ছিল। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম পিন্টু হাজরা। গ্রামে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কে বা কারা বুথের কাছে বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও তৃণমূল ও বিজেপি দু'দলই দাবি করেছে, পিন্টু তাদের কর্মী নয়।
এন্টালি : ২১২ নম্বর বুথে ভোটারদের লাইন।
অষ্টম দফার ভোটের সকালে উত্তপ্ত উত্তর কলকাতা, দফায় দফায় অভিযোগ বিজেপির - আরও পড়ুন
কাশীপুর-বেলগাছিয়া: ২৪৭ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ভোটদানের পর তিনি দাবি, ‘এত সুন্দর এবং ভালো আগে কখনও করিনি।’
কাশীপুর-বেলগাছিয়া: বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ। অভিযুক্ত বিজেপি। খবর পেয়ে জে কে মিত্র রোডের বুথে পৌঁছান শিবাজি সিনহা রায়। তৃণমূলকর্মীদের ধাওয়া করেন তিনি।
বেলেঘাটা : গুরুদাস কলেজের বুথে বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথ পাহারার দায়িত্বে থাকবে ৬৪১ কোম্পানি বাহিনী। আসানসোল-দুর্গাপুরে ১৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের নিরিখে দক্ষিণ দিনাজপুরে থাকবে ১০৮ কোম্পানি এবং মালদহে থাকবে ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী থাকবে সুরক্ষার দায়িত্বে। কলকাতা দক্ষিণে ৬৩ কোম্পানি বাহিনী থাকবে।
ডোমকলে CPIM কর্মীকে গাড়ির ‘ধাক্কা’ মেরে খুনের অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে – আরও পড়ুন
নানুর : ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল নানুর। বেজরা গ্রামে রাতভর বোমাবাজির অভিযোগ। তাজা বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তায়। ১১২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত বিজেপি। যদিও বিজেপির দাবি, তৃণমূলই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।
ভোটের আগের রাতেই রক্ত ঝরল মুর্শিদাবাদে। ডোমকলে মৃত্যু হল এক সিপিআইএম কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। সিপিআইএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলামের ধাক্কায় মৃত্যু হয়েছে। আর ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী।
শুরু হল অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ।
অধীর চৌধুরীর গড় থেকে অনুব্রত মণ্ডলের জেলা - বাংলার অষ্টম দফার ভোটে সবকিছুকে ছাপিয়ে ব্যক্তিগত ক্যারিশ্মা। সেইসঙ্গে কলকাতা এবং মালদহেও ভোটগ্রহণ হবে। সেই ‘ফাইনাল ওভারের’ ঠিক আগে অষ্টম ভোটের গুরুত্ব এবং ২০১৬ সালের বিধানসভা ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে কোন আসনে কে এগিয়ে আছে, তা দেখে নিন ভিডিয়োয়।
অষ্টম দফায় মোট ভোটারের সংখ্যা ৮৪,৯৩,২৫৫ জন। মহিলা ভোটার ৪১,২২,৪০৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৫৮ জন। মোট বুথের সংখ্যা ১১,৮৬০ টি। মূল বুথের সংখ্যা ৯,২১৬। মোট প্রার্থী সংখ্যা ২৮৩। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ৩৫ জন।
মালদহ : ২৩/২৪ নম্বর বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে মক পোল।
মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই।
এক মাস পর অবশেষে ফাইনাল ওভারে পৌঁছাল ২০২১ সালের বাংলার বিধানসভা ভোট। আজ (বৃহস্পতিবার) চারটি জেলার ৩৫ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তাতে এমন দুই জেলা আছে, যেখানকার দুই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে নিজেদের গড় রক্ষার পরীক্ষায় বসেছেন - মুর্শিদাবাদে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বীরভূমে অনুব্রত মণ্ডল। দুই জেলার ১১ টি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে। তাছাড়াও মালদহের ছ'টি এবং কলকাতার সাতটি চলছে ভোটগ্রহণ। সপ্তম দফার মতো অষ্টম দফাতেও গুরুত্বপূর্ণ হতে চলেছে সংখ্যালঘু ভোট।