বিচ্ছেদ, বিরহ, পরকীয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানান কারণে আজকাল নিত্যদিনই চর্চায় থাকেন জিতু কমল ও নবনীতা দাস। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নবনীতা বলেছিলেন, জিতু নাকি তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন। তাই তিনি কী লেখেন, কী পোস্ট করেন, সেসব নবনীতা জানতেও পারেন না।
এদিকে জিতুর থেকে আলাদা হয়ে গেলেও মাঝে মধ্যেই শোনা যাচ্ছে স্নেহালের সঙ্গে নবনীতার প্রেমের খবর। স্নেহাল অধিকারী নামে ওই ব্যবসায়ীর সঙ্গে নবনীতা নাকি গোয়াতেও গিয়েছিলেন। এদিকে এসব চর্চার মাঝে মঙ্গলবার টলিপাড়ার নামী অভিনেত্রীকে জড়িয়ে ধরে ছবি দিলেন জিতু।
কে তিনি?
ইনি আর কেউ নন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিপাড়ার অন্যতম এবং একসময়ের ১ নম্বর নায়িকা। হ্য়াঁ, ৭ নভেম্বর, মঙ্গলবার ঋতুপর্ণার জন্মদিন। আর তাই পছন্দের অভিনেত্রী, সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি জিতু। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দিদি সম্বোধন করেই পোস্ট করেছেন জিতু।
আরও পড়ুন-সত্যিই 'মিঠাই-২'এলে কাজ করতে রাজি হবেন? উত্তর দিলেন সৌমিতৃষা
ঋতুপর্ণা টলিপাড়ার একসময়ের ১ নম্বর নায়িকা। ৯০-এর দশক থেকে ২০০০, টলিউড ছিল ঋতুপর্ণার হাতের মুঠোয়। শুধু বাণিজ্যিক ছবিই নয়, অন্যধারার ছবিতেও সময় দক্ষতার পরিচয় দিয়েছেন ঋতুপর্ণা।
প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটা ছবিতে অভিনয়ও করেছেন জিতুকমল। ২০২০ সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম 'বিদ্রোহিনী'। আর এই ছবিতে জিতুই ছিলেন ঋতুপর্ণার নায়ক। বেশ বোঝা যাচ্ছে, সেই ছবির শ্যুটিংয়ের সময়ই ছবিটি তুলেছিলেন জিতু। আর সেটি পোস্ট করেই ঋতুপর্ণা সেনগুপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
নাহ, নবনীতা দাসের সঙ্গে অন্য পুরুষের নাম জুড়লেও জিতুর সঙ্গে অন্য কোনও মহিলার নাম আপাতত জড়ায়নি। আপাতত অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জানান দিচ্ছে, তিনি এখন সোলো ট্রিপে ঘুরতে বের হয়েছেন।