বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu Kamal: তৃতীয় ব্যক্তির সঙ্গে নবনীতার প্রেমের গুঞ্জন, জনপ্রিয় অভিনেত্রীকে জড়িয়ে ছবি দিলেন জিতু

Jeetu Kamal: তৃতীয় ব্যক্তির সঙ্গে নবনীতার প্রেমের গুঞ্জন, জনপ্রিয় অভিনেত্রীকে জড়িয়ে ছবি দিলেন জিতু

জিতু কমল

ইনি আর কেউ নন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিপাড়ার অন্যতম এবং একসময়ের ১ নম্বর নায়িকা। হ্য়াঁ, ৭ নভেম্বর, মঙ্গলবার ঋতুপর্ণার জন্মদিন। আর তাই পছন্দের অভিনেত্রী, সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি জিতু। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দিদি সম্বোধন করেই পোস্ট করেছেন জিতু।

বিচ্ছেদ, বিরহ, পরকীয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানান কারণে আজকাল নিত্যদিনই চর্চায় থাকেন জিতু কমল ও নবনীতা দাস। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নবনীতা বলেছিলেন, জিতু নাকি তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন। তাই তিনি কী লেখেন, কী পোস্ট করেন, সেসব নবনীতা জানতেও পারেন না।

এদিকে জিতুর থেকে আলাদা হয়ে গেলেও মাঝে মধ্যেই শোনা যাচ্ছে স্নেহালের সঙ্গে নবনীতার প্রেমের খবর। স্নেহাল অধিকারী নামে ওই ব্যবসায়ীর সঙ্গে নবনীতা নাকি গোয়াতেও গিয়েছিলেন। এদিকে এসব চর্চার মাঝে মঙ্গলবার টলিপাড়ার নামী অভিনেত্রীকে জড়িয়ে ধরে ছবি দিলেন জিতু।

কে তিনি?

ইনি আর কেউ নন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিপাড়ার অন্যতম এবং একসময়ের ১ নম্বর নায়িকা। হ্য়াঁ, ৭ নভেম্বর, মঙ্গলবার ঋতুপর্ণার জন্মদিন। আর তাই পছন্দের অভিনেত্রী, সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি জিতু। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দিদি সম্বোধন করেই পোস্ট করেছেন জিতু।

আরও পড়ুন-সত্যিই 'মিঠাই-২'এলে কাজ করতে রাজি হবেন? উত্তর দিলেন সৌমিতৃষা

আরও পড়ুন-সেলফি তোলার হুড়োহুড়ি, অনুরাগীর পায়ে পা জড়িয়ে আরেকটু হলেই হুমড়ি খেয়ে পড়ছিলেন, কী করলেন সইফ?

<p>ঋতুপর্ণার জন্মদিনে জিতুর শুভেচ্ছা</p>

ঋতুপর্ণার জন্মদিনে জিতুর শুভেচ্ছা

ঋতুপর্ণা টলিপাড়ার একসময়ের ১ নম্বর নায়িকা। ৯০-এর দশক থেকে ২০০০, টলিউড ছিল ঋতুপর্ণার হাতের মুঠোয়। শুধু বাণিজ্যিক ছবিই নয়, অন্যধারার ছবিতেও সময় দক্ষতার পরিচয় দিয়েছেন ঋতুপর্ণা। 

প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটা ছবিতে অভিনয়ও করেছেন জিতুকমল। ২০২০ সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম 'বিদ্রোহিনী'। আর এই ছবিতে জিতুই ছিলেন ঋতুপর্ণার নায়ক। বেশ বোঝা যাচ্ছে, সেই ছবির শ্যুটিংয়ের সময়ই ছবিটি তুলেছিলেন জিতু। আর সেটি পোস্ট করেই ঋতুপর্ণা সেনগুপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

নাহ, নবনীতা দাসের সঙ্গে অন্য পুরুষের নাম জুড়লেও জিতুর সঙ্গে অন্য কোনও মহিলার নাম আপাতত জড়ায়নি। আপাতত অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জানান দিচ্ছে, তিনি এখন সোলো ট্রিপে ঘুরতে বের হয়েছেন। 

বায়োস্কোপ খবর

Latest News

iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের জিতলেই খেতাব নিশ্চিত ছিল, সিরিয়ার কাছে হেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে লাস্টবয় ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.