বাংলা নিউজ > বায়োস্কোপ > BJP-তে যোগ দেওয়ায় ‘ঘুম নেই’ থেকে বাদ কৌশিক, 'অসহিষ্ণুতা' নিয়ে সরব একাংশ

BJP-তে যোগ দেওয়ায় ‘ঘুম নেই’ থেকে বাদ কৌশিক, 'অসহিষ্ণুতা' নিয়ে সরব একাংশ

সৌরভ পালোধি ও কৌশিক কর

বিজেপিতে যোগদানের পরই প্রযোজক সৌরভ পালোধির ‘ঘুম নেই’ নাটক থেকে বাদ পড়লেন অভিনেতা কৌশিক কর। মনেপ্রাণে বামপন্থায় বিশ্বাসী সৌরভ পালোধি। যেখানে অনেকেই সৌরভের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন, অনেকে আবার একে ‘অসহিষ্ণুতা’র কারণ বলেছেন। 

পালোধির মন্তব্য অনুযায়ী, ‘ঘুম নেই নাটক থেকে বাদ দেওয়া হল কৌশিক করকে। কারণ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর বর্তমান সময়ে সেটাই বাদ দেওয়ার যথেষ্ট কারণ। মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকদের ঠাঁই নেই। তাই, চল ফোট…’। ২০১৯ সালে পালোধির ‘ইচ্ছেমতো’ গ্রুপে ‘ঘুম নেই’ নাটকে একটি চরিত্রে অভিনয় করার জন্য কৌশিক করকে স্বাগত নেওয়া হয়েছিল! পালোধির কথায়, ‘দত্তের লেখা নাটক থেকে কৌশিক এবং আমি তাঁর চরিত্র তৈরি করে নাম রেখেছিলাম অখলাক। ২০১৫ সালে দাদরির ঘটনায় একদল মানুষ মহম্মদ আখলাকের বাড়িতে হামলা করেছিল, গোমাংস খাওয়ার সন্দেহে তাঁকে হত্যা করা হয়েছিল। বিজেপিতে যোগদানের পর আখলাকের মতো চরিত্রে তাঁর অভিনয় মানে নাটকের আত্মাকে আক্রমণ করা।’ সেজন্য একটি মহল থেকে তাঁকে ‘অসহিষ্ণু’ বলা হলেও তাঁর কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন পালোধি।

যদিও আখলাকের চরিত্র নিয়ে কোনও প্রশংসা নিতে নারাজ কৌশিক কর। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের মন্তব্য করে সৌরভ তাঁর বোকামোকে ঢাকার চেষ্টা করছে। কিছু বামপন্থী থিয়েটারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মূল স্তরের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। নাটক থেকে বাদ দেওয়া অথবা বাধা দেওয়া শুধুমাত্র তাঁদের নিরাপত্তাহীনতা প্রকাশ করে, কমিউনিজমের মর্ম তাঁরা বোঝেন না।’ তিনি আরও জানিয়েছেন, পুরো বিষয়টা থিয়েটার ‘পেশাদারদের অস্বচ্ছ মনোভাব’ এবং ‘ফ্যাসিবাদী বামপন্থা’-কে পরিস্কার করে।

এই ঘটনায় যেমন বিস্মিত হয়েছেন অনেকে, তেমনি সমালোচনায় সরব হয়েছেন। পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ফেসবুকে পালোধিক সমর্থনে কথা বলতে। অন্যদিকে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সেই কাজের বিরোধিতা করে বলেছেন, ‘রাজনৈতিক রঙের ওপর ভিত্তি করে কখনওই কাস্টিং করা উচিত নয়।’ অভিনেতা ঋদ্ধি সেন জানিয়েছেন, ‘সকলের আলাদা আলাদা পছন্দ।’

অভিনেত্রী তথা বিজেপী নেত্রী কাঞ্চনা মৈত্র জানিয়েছেন, ‘এটা নিছক অসহিষ্ণুতা। গণতান্ত্রিক দেশে এই জাতীয় পদক্ষেপ মানা যায় না।’ অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এটি বামপন্থী থিয়েটার কর্মীদের ‘ভণ্ডামি’ এবং ‘ফ্যাসিবাদ’-কে প্রকাশিত করছে। তিনি আরেও বলেন, ‘হতাশা তাঁদের ঘুম কেড়ে নিয়েছে। তাই এই ঘুম নেইটা তাঁদের জন্যই’।

সম্প্রতি, গুঞ্জন শোনা গিয়েছিল ‘নান্দীকার’ থেকে কেউ বিজেপিতে যোগদান করেছে। এই সম্পর্কে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হতাশা প্রকাশ করেছেন। অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত বলেছেন, ‘পরে তিনি গ্রুপের সদস্যদের বলেছেন আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু সেটা আমাদের শিল্পের উপর প্রভাব ফেলবে না’। তিনি আরও বলেন, 'নান্দীকার কখনও কোনও ব্যক্তিকে তাঁর রাজনৈতিক মতাদর্শের জন্য বহিষ্কার করবে না।'

বায়োস্কোপ খবর

Latest News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.