রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল যে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। শাহরুখ বা প্রভাস কারও ছবিই কমাতে পারেনি অ্যানিম্যালের আয়ের গতি। বক্স অফিসে গত বছরের শেষটা রাজ করেছে এই ছবি। এখানে বিশেষ ভাবে নজর কেড়েছেন ববি দেওল। তাঁর চরিত্র নিয়েও কম চর্চা হয়নি। তাঁর চরিত্রের এন্ট্রি সং জামাল কুদু তো সোশ্যাল মিডিয়ায় হিট। কিন্তু এই ছবিতে যদি ববি দেওলের জায়গায় ভারতীয় স্টার ক্রিকেটার বিরাট কোহলি থাকতেন তাহলে বিষয়টা কেমন হতো? এবার সেই কল্পনাটা বাস্তবে করে দেখাল AI।
অ্যানিম্যালের ভাইরাল ভিডিয়ো
ফিল্মি ওয়েবস নামক একটি প্রোফাইলের তরফে এদিন টুইটারে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে ববি দেওলের মুখের জায়গায় বিরাট কোহলির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। আর গোটা বিষয়টা দেখে ভারী মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকেই এই ভিডিয়ো শেয়ার করেছেন।
আরও পড়ুন: 'নারী হওয়া একটা বিষ্ময়কর ব্যাপার', মা হওয়ার পর ১৬ মাস লাগল সোনমের আগের চেহারায় ফিরতে!
আরও পড়ুন: সৃজিতের মাথা থেকে গ্লাস নিয়ে মদ খেতে গিয়ে কেলেঙ্কারি পরমের, স্বস্তিকাকে পাশে নিয়ে করলেন কী?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে ববি-বেশী বিরাট গলায় সেই সবুজ হার পরে হাতে ছুরি নিয়ে লুকস দিচ্ছে। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, 'কী হতো যদি অ্যানিম্যাল ছবিতে বিরাট কোহলি থাকতেন লর্ড ববি হিসেবে?'
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর, ববি দেওল ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ। বক্স অফিসে দারুণ ব্যবসা করে এটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির তকমা পেয়েছে।