বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia-Ranbir: আগামী মাসেই ভূমিষ্ঠ হবে ‘রালিয়া’র সন্তান! কোথায় বাচ্চা প্রসব করবেন আলিয়া?

Alia-Ranbir: আগামী মাসেই ভূমিষ্ঠ হবে ‘রালিয়া’র সন্তান! কোথায় বাচ্চা প্রসব করবেন আলিয়া?

হবু সন্তানের মা-কে কোলে বসিয়ে চুমুতে ভরিয়ে দিলেন রণবীর কাপুর। (ছবি-ইনস্টাগ্রাম) 

Alia Bhatt-Ranbir Kapoor: নভেম্বরের শেষেই কাপুর পরিবারে আসছে জুনিয়র রণবীর! কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন আলিয়া?

বছরভর সংবাদ শিরোনামে ‘রালিয়া’ জুটি। বছরের প্রথমভাগে জুটির বিয়ের আলোচনা, আর এখন চলছে রণবীর-আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা। তবে শুধু যে দুজনের ব্যক্তিগত জীবনই চর্চায় থেকেছে তা নয়, গত মাসেই মুক্তি পেয়েছে রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’, সেই নিয়েও কম আলোচনা হয়নি।

গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন তারকা জুটি। পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার ৫ বছর দীর্ঘ প্রেমকাহিনি। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তানকে নিয়ে সামনে এল বড় আপডেট।

পিঙ্কভিলার তরফে দাবি করা হচ্ছে দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। উল্লেখ্য, এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। এটা নিছকই কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। খুদের আগমনের জন্য ইতিমধ্যেই সাজোসাজো রব রালিয়ার বাড়িতে। এরমাঝে নবরাত্রির শেষদিন হবু মা-এর জন্য 'সাধ'-এর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতু কাপুর ও সোনি রাজদান। বেবি সাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া। তাঁর মাতৃত্বকালীন জেল্লা চোখে পড়বার মতো। অন্তঃসত্ত্বা অবস্থাতে মন খুলে মন পছন্দের খাবারও খাচ্ছেন আলিয়া। কখনও পিৎজ্জা, কখনও নুডলস আবার কখনও চাট- প্রেগন্যান্সি ক্রেভিং-এর সেইসব ছবি উঠে আসছে ইনস্টাগ্রামে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলতি বছর আলিয়ার ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। রণবীর ঘরণীকে বড় পর্দায় দেখা গিলেছে, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে, তিনটে ছবিই সুপারহিট। এছাড়াও নেটফ্লিক্সের ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। প্রত্যেক ছবিতেই প্রশংসিত আলিয়ার পারফরম্যান্স। এই বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামিতে তাঁকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে।

বায়োস্কোপ খবর

Latest News

ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.