আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’কে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২০২৪-এ মুক্তি পেতে চলা প্রোজেক্টগুলির মধ্যে এটি অন্যতম, যা ঘিরে জল্পনা চলছে শুধু দেশে নয় বিদেশেও। দক্ষিণের সিনেমা পুষ্পা মারকাটারি ব্যবসা করেছিল। ভেঙেছিল একাধিক রেকর্ড। আশা রাখা যাচ্ছে পুষ্পা ২-এর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে।
সুকুমার পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ অগস্টে। ইতিমধ্যেই ‘পুষ্পা ২’-এর পোস্টার উত্তেজিত করেছে আল্লু-র অনুরাগীদের। আর তারই মাঝে সেট থেকে ভাইরাল হল একটি ছবি। যাতে অভিনেতাকে দেখা গেল নীল আর কমলা শাড়ি পরে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আরামসে। কারও সঙ্গে একটা কথা বলছেন। আল্লুর এই লুকের সঙ্গে মিল রয়েছে পোস্টারেরও।
আরও পড়ুন: উত্তরবঙ্গে টিম বাবলি! মাতৃত্বের ২ মাসে পুরো দমে কাজ শুরু শুভশ্রীর, কোথায় ইয়ালিনি
বারবরই আসলে পুষ্পা নিয়ে রয়েছে গোপনীয়তা। প্রথম ইনস্টলমেন্ট মুক্তির আগে কেউ সেট থেকে আল্লুর লুক ছড়িয়ে দিয়েছিলেন সোশ্যালে। আর তারপর থেকে পুষ্পা-র সেটে প্রবেশ নিয়ে জারি হয়েছে নিষেধাজ্ঞা। পুষ্পা ১ এসেছিল ২০২১ সালে, করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া সবচেয়ে বড় মুক্তি ছিল এটি।
আরও পড়ুন: ছেলের বয়স মাত্র ৪ মাস! বেবিবাম্প প্রকাশ্যে ঋদ্ধিমার, ফের বাবা হচ্ছেন গৌরব?
‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’-তে রিল বানাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই ছবির গান থেকে সংগীত, সবই ছিল জবরদস্ত হিট। পুষ্পা যে শুধু ভালো ব্যবসা করেছে বা সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে তা নয়, ছবির কাস্টের পরিশ্রম স্বীকৃত হয়েছে জাতীয় স্তরে। আল্লু অর্জুন এবং দেবী শ্রী প্রসাদ, সেরা অভিনেতা ও সেরা পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার।
২০২৩-এর এপ্রিলে সামনে এসেছিল পুষ্পা ২ থেকে আল্লুর ফার্স্ট লুক। যেখানে তাঁকে দেখা যায় ভয়ঙ্কর রূপে। পরনে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। এই রূপ দেখে শিউরে উঠেছিল অনেকেই। আর এবার সেট থেকে ফাঁস হওয়া ছবিতে কিছুটা এরকমই দেখা গেল।
আগে ঠিক ছিল পুষ্পা ২ মুক্তি পাবে বছরের শুরুতে। তবে মাঝে গত বছর বেশ অসুস্থ ছিলেন দক্ষিণের সুপারস্টার। ফলে বন্ধ ছিল শ্যুটিং। আপাতত অগস্ট অবধি অপেক্ষা করার পালা।
পুষ্পা ২-তে আরও দেখা যাবে রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, প্রকাশ রাজের মতো তারকারা। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।