আবারও বাংলা ছবিতে রাখি গুলজার। কিছু মাস আগেই শ্যুটিং সেরে গিয়েছেন। এবার সেই ছবির মুক্তি পাওয়ার পালা। ভোট আবহে ছবিটি কবে মুক্তি পাবে এতদিন নিশ্চিত ভাবে জানা যাচ্ছিল না। এবার সেই ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনা হল।
আমার বস ছবির পোস্টার
সোমবার, ২২ এপ্রিল প্রকাশ্যে আনা হয় আমার বস ছবিটির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছেন রাখি গুলজার। অভিনেত্রীর পরনে ঘিয়ে রঙের শাড়ি। অন্যদিকে শিবপ্রসাদের পরনে সাদা শার্ট এবং কালো স্যুট।
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
কবে মুক্তি পাচ্ছে আমার বস?
আমার বস ছবিটি আগামী ২১ জুন মুক্তি পাচ্ছে। সেই কথা ঘোষণা করে উইন্ডোজ প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, 'আবারও নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তরফ থেকে সিনেমাপ্রেমীদের জন্য গ্রীষ্মের উপহার! রাখি গুলজার অভিনীত আমার বস আসছে ২১শে জুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।'
আমার বস ছবি প্রসঙ্গে
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে আছেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রযোজনার দায়িত্ব সামলেছে উইন্ডোজ প্রোডাকশন।
এচা শ্রুতির প্রথম ছবি, তাই তিনি ছবির শ্যুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, 'কাটোয়ায় থাকাকালীন যখন বাবা মায়ের হাত ধরে বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম, কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি একবার লেবুর সরবত খেয়েছি মনে আছে। তবে ফুচকা খাওয়া হয়নি কোনদিন। খেলাম তো খেলাম, কার সাথে খেলাম? কার হাত ধরে রাস্তা পেরোলাম? দ্য রাখি গুলজার।'