সাতদিনের এপিসোড টেলিকাস্টের চাপ, তার মাঝেই একঘন্টার মহাপর্ব। তাই অসুস্থ শরীরেও টানা শ্যুটিং করে চলেছেন অনুরাগের ছোঁয়া-র দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত মেগা স্টার জলসার এই সিরিয়াল। তবে সূর্য-দীপার অনস্ক্রিন রসায়নক ছাপিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চর্চায় দুজনের বাস্তবের ক্যাচাল। খবর, বন্ধুত্বে চিড় ধরেছে স্বস্তিকা-দিব্যজ্যোতির। সিরিয়ালের লিড নায়ক-নায়িকার ঝামেলার খবর অবশ্য নতুন নয়, এর আগে আদৃত-সৌমিতৃষার তিক্ত সম্পর্কের গুঞ্জনও কানে এসেছে।
গত মাসেই সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেন স্বস্তিকা-দিব্যজ্য়োতি। তারপর থেকেই দুজনের ঝামেলার খবর আগুন গতিতে ছড়িয়ে পড়ে। দুজনের মনোমালিন্যের খবর মেনেও নিয়েছেন দিব্যজ্যোতি। এর মাঝেই গত সপ্তাহে দিব্যজ্যোতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বস্তিকা। তারপর থেকেই প্রশ্ন, তবে কি রাগ কমল নায়িকার? সম্পর্কের ঝামেলা নিয়ে প্রশ্ন উঠতেই স্বস্তিকার জবাব- ‘খারাপ-ভালো সব মিলিয়ে মিশিয়েই বন্ধুত্ব। বন্ধুত্বে তো ঝগড়া-ঝামেলা হয়। মা-মেয়ের মধ্যেও তো ঝামেলা হয়, তবে মিটে যায়। কিন্তু খারাপের মধ্যে থেকে ভালোটা বেছে নিতে হয়। আমি সেটাই চেষ্টা করি।’ টলি ফোকাস কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে দীপা স্পষ্ট বলেন-'সবার আগে আমি নিজেকে ভালোবাসি, না হলে অন্যকে ভালোবাসতে পারব না। ঝগড়া হবে তবে সেটা মিটে যাবে। পরিস্থিতি সবসময় এক থাকে না। পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাতে হবে।'
অন্যদিকে বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে কী করেন দিব্যজ্যোতি? এই প্রশ্নের জবাবে পর্দার সূর্য জানান, ‘আমার মনে হয় সব কিছু নিজের হাতে ঠিক করা যায় না। কিছু জিনিস সময় ঠিক করে। এক জায়গায় থাকতে গেলে দুটো বাসনের মধ্যে ঠোকাঠুকি লাগবেই। হয়তো বাসনে দাগও পড়বে। তা বলে আমরা বাসনগুলো ফেলে দিই না।’ ভুল বোঝাবুঝি মিটে কবে ফের জমাটি বন্ধুত্ব হবে দুজনের, সেটা দেখার অপেক্ষায় অনুরাগীরা।
ওদিকে ‘অনুরাগের ছোঁয়া-র গল্পেও দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি শেষ না হলেও দীপার অ্যাক্সিডেন্টের খবর পেয়েই পাগল পাগল দশা সূর্যর। স্ত্রীকে বাঁচানোর জন্য মরিয়া ডাক্তারবাবু! হাসপাতালের বিছানায় দীপার উদ্দেশে তাঁর কাতর আকুতি, ‘তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না’। সোনা-রূপা তাঁকে মা হিসাবে অস্বীকার করার জেরেই মৃত্যুমুখে দীপা, আর দুই মেয়ের মুখে মা ডাক শুনেই মৃত্যুমুখ থেকে ফিরে আসবে সে। দীপা সুস্থ হওয়ার পর নতুন কোন মোড় আসবে গল্পে? তা নিয়ে ধন্দে ভক্তরা। স্বস্তিকা বলেন- ‘লড়াই সবসময় চলছিল, সেটা এখনও রয়েছে। গল্পে নতুন ট্র্যাক আসছে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা বলব না, কিন্তু আমার মনে হয়েছে এটা খুব অন্যরকম।’