বাংলা নিউজ > বায়োস্কোপ > Anindya Chatterjee on Gaatchora: 'এই বাজারেও...' গাঁটছড়ার ৫০০ পর্ব পার! আবেগঘন পোস্ট শেয়ার অনিন্দ্যর

Anindya Chatterjee on Gaatchora: 'এই বাজারেও...' গাঁটছড়ার ৫০০ পর্ব পার! আবেগঘন পোস্ট শেয়ার অনিন্দ্যর

গাঁটছড়ার ৫০০ পর্ব পার! আবেগঘন পোস্ট শেয়ার অনিন্দ্যর

Anindya Chatterjee on Gaatchora: গাঁটছড়া ধারাবাহিকটি দেখতে দেখতে ৫০০ পর্ব পার করে ফেলল। এই বাজারেও যখন একটার পর একটা সিরিয়াল আসছে যাচ্ছে তখন দেড় বছর টিকে থাকা, তাও টিআরপি তালিকায় সেরা ১০-এ থাকা মুখের কথা নয়।

স্টার জলসার অন্যতম পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হল গাঁটছড়া (Gaatchora)। এই ধারাবাহিকের খড়িদ্ধির জুটি দর্শকদের বড় পছন্দের ছিল। ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে এই ধারাবাহিক সম্প্রচার হতে শুরু করে। দেখতে দেখতে ৫০০ পর্ব পার করে ফেলল এটি। এখন এই ধারাবাহিকের সদস্যরা যেন বাঙালির ঘরের লোক হয়ে উঠেছেন।

যেখানে এখন আকছার ২-৩ কী বড় জোর ৪-৫ মাসে এক একটি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দেড় বছর বা ৫০০ পর্ব পার করে ফেলা কিন্তু মোটেই মুখের কথা নয়!

একটানা বহুদিন টিআরপি তালিকায় রাজ করলেও এখন সেখানে খানিক ভাঁটা পড়লেও এখনও সেরা ১০ -এ এত পর্ব পরেও টিকে আছে এই সিরিয়াল। যদিও সম্প্রতি এখানে বেশ কিছু বদল আনা হয়েছে। গল্পে নায়িকা খড়ির মৃত্যু হয়েছে। গল্প লিপ নিয়ে ২১ বছর এগিয়ে গিয়েছে। নতুন প্রজন্ম এসেছে ধারাবাহিকে। সবটা মিলিয়েই এই ধারাবাহিক এখন নতুন মোড়ের মুখে। যদিও অনেকেই খড়ি ওরফে শোলাঙ্কির না থাকা মেনে নিতে পারছেন না।

এই ধারাবাহিক শুরু হয়েছিল এক বাড়ির তিন ভাই এবং আরেক বাড়ির তিন বোনের গল্প নিয়ে। মূল ভূমিকায় শোলাঙ্কি রায় (Solanki Roy), গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামীকে দেখা যাচ্ছে।

এই ধারাবাহিকের ৫০০ পর্ব পেরনোর পর আবেগঘন পোস্ট অনিন্দ্যর। তাঁদের সিংহরায় পরিবারের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অনেকে এই ফ্রেমে আছে আবার অনেকে নেই। যেটা আছে সেটা হল একগাদা ভালোবাসা আর প্রায় আশিটা লোকের টিমওয়ার্ক। ৫০০টা এপিসোড এই বাজারে চাট্টিখানি কথা নয় বস। এভাবেই এগিয়ে চলুক আমাদের গাঁটছড়া।’

অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাঁর এই পোস্ট। এক ব্যক্তি লেখেন, 'অনেক শুভেচ্ছা টিম গাঁটছড়া। সবসময় পছন্দের ছিল আর থাকবে।' এক ব্যক্তি লেখেন, 'গাঁটছড়ার আসল প্রাণ খড়িই তো নেই এই ছবিতে। একটা সময় এই সিরিয়াল খুব পছন্দের ছিল। যবে থেকে খড়ি নেই তবে থেকে আর ভালো লাগে না।'

বন্ধ করুন