বাংলা নিউজ > বায়োস্কোপ > Anindya Chatterjee: বাঙ্ক করাই ছিল অনিন্দ্যর পছন্দের বিষয়! 'স্কুল কেটে' কোথায় যেতেন ‘গাঁটছড়া’র রাহুল

Anindya Chatterjee: বাঙ্ক করাই ছিল অনিন্দ্যর পছন্দের বিষয়! 'স্কুল কেটে' কোথায় যেতেন ‘গাঁটছড়া’র রাহুল

বাঙ্ক করাই ছিল অনিন্দ্যর পছন্দের বিষয়!

Anindya Chatterjee: স্কুল বাঙ্ক করে সাঁতার কাটতে যেতেন গাঁটছড়া ধারাবাহিকের অনিন্দ্য। ভাগ্নির সঙ্গে কথোপকথনে মনে করলেন ছোটবেলার কথা।

ভাগ্নিকে নিয়ে এখন চরম ব্যস্ত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই তাঁর সঙ্গে দুষ্টুমি থেকে আড্ডার ছবি, ভিডিয়ো পোস্ট করছেন তিনি। এবার আরও একটি নতুন ভিডিয়ো পোস্ট করে ভাগ্নির সঙ্গে আড্ডা দিতে দিতে জানালেন ছোটবেলায় তিনি স্কুলে কী করতে সব থেকে বেশি ভালোবাসতেন। পছন্দের বিষয় কী ছিল সেটাই জানান। আর সেটা কী জানেন? বাঙ্ক করতে। অর্থাৎ, পাতি ভাষায় বললে স্কুল কাটতে!

অভিনেতার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি বসে ভাত খাচ্ছেন তাঁর পাশেই বসে আছে তাঁর ভাগ্নি। এমন সময় সে তার 'মামু'কে জিজ্ঞেস করে, তার মামুর স্কুলের সব থেকে পছন্দের স্মৃতি কী? তিনি কী করতে ভালোবাসতেন? পছন্দের বিষয় কী ছিল উত্তরে অভিনেতা বলেন, 'বাঙ্ক করতে, যদিও এটা মোটেই করা উচিত নয়।'

এরপর তিনি খেতে আরও বলেন, 'জানিস আমি স্কুল কেটে কোথায় যেতাম? আর কোথাও না, সুইমিং করতে। আমি সাঁতারু হতে চেয়েছিলাম।' এটা শুনেই তাঁর ভাগ্নি হেসে গড়িয়ে পড়ে। পাশ থেকে তাঁর বোন আবার পুরোনো স্মৃতি উসকে দেন।

পারিবারিক আড্ডার এই সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গাঁটছড়া ধারাবাহিকের রাহুল। তারপর সেই পোস্টে লেখেন, ‘আমাদের বছরে একবার বা দু’বার দেখা হয় । তখন আমার ভাগ্নি কিছু জিজ্ঞেস করলে মিথ্যে বলাও যায় না । সামনে বোন থাকে ।'

অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। স্বস্তিকা দত্ত, রিয়াজ লস্কর, পার্নো মিত্র সহ আরও বহু তারকা তথা অভিনেতার সহকর্মীরা এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। বাদ যাননি তাঁর ভক্তরাও। এক ব্যক্তি লেখেন, ‘এই মেয়েটা এত মিষ্টি, এত নিষ্পাপ হাসি, আর চোখগুলো এত ঝকঝকে, মুখটা দেখলেই ভীষণ পজিটিভ লাগে! তোমার ছবি পোস্ট করো না করো, ওর ছবি পোস্ট করো। খুব ভালো হোক ওর, ভালো মানুষ হোক, অনেকের মন ভালো করার ওষুধ থাকুক ওর হাসির মধ্যে আজীবন! অনেক ভালোবাসা আর শুভকামনা ওর জন্য।’ অন্য আরেক নেটিজেন লেখেন, ‘তোমাদের চেহারার কিন্তু মিল আছে অনেক।’

বন্ধ করুন