বাংলা নিউজ > বায়োস্কোপ > Anindya Chatterjee: 'আমার সকালটা...' সৃজিত-শতরূপের হাত ধরে জওয়ান দেখতে হাজির অনিন্দ্য

Anindya Chatterjee: 'আমার সকালটা...' সৃজিত-শতরূপের হাত ধরে জওয়ান দেখতে হাজির অনিন্দ্য

সৃজিত-শতরূপের হাত ধরে জওয়ান দেখতে হাজির অনিন্দ্য

Anindya Chatterjee: শাহরুখ খান অভিনীত জওয়ান মুক্তি পেল বড় পর্দায়। আর সেই ছবি মুক্তি পেতেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হাজির অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গে নিলেন শতরূপ ঘোষ এবং সৃজিত মুখোপাধ্যায়কে।

জওয়ান জ্বরে আক্রান্ত গোটা দেশ। সাধারণ মানুষ থেকে অভিনেতা সকলেই দল বেঁধে চলেছেন জওয়ান দেখতে। কারও কারও আবার সিনেমা দেখা লক্ষ্য নয়। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে তাঁদের। এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে নইলে ক্লিপ সহ গল্প সবই যে ফাঁস হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। তাই যাঁরা শাহরুখের চরম ভক্ত তাঁদের লক্ষ্য ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো। আর লক্ষ্য পূরণ করলেন টলিউডের অতি চেনা মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়। তবে তিনি একা নন, সদলবদলে তিনি গিয়েছিলেন সেই সিনেমা দেখতে।

অনিন্দ্য চট্টোপাধ্যায় যে ডাই হার্ড শাহরুখ ভক্ত এ কথা সকলেরই জানা। তিনি গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন জওয়ান নিয়ে, বলেছিলেন এটা তাঁর কাছে পুজোর অঞ্জলি দেওয়ার মতো। তিনি লেখেন, 'পৃথিবীর ৩ ভাগ জল, আর ১ ভাগ শাহরুখ খান!' এদিন তেমনই ভাবে কথা রাখতে অঞ্জলি দিতে গেলেন।

আরও পড়ুন: কিং খানের দাপটে ঘুম ভাঙল ‘সরকার’-এর, জওয়ানে কি মিশে গেল রিল ও রিয়েল?

তবে একা অঞ্জলি দিলেন না তিনি! সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ সহ আরও অনেককে একসঙ্গে দেখা গেল। ' 'শাহরুখ ভক্ত' লেখা একটি টিশার্ট পড়ে এদিন তাঁদের জওয়ান ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়।

আরও পড়ুন: অনিন্দ্য-লহমার হাত ধরে নস্টালজিয়ায় ভাসলেন বাবুল

আরও পড়ুন: 'অপেক্ষার অবসান'- কৌশিকের থেকে ডাক পেলেন অনিন্দ্য, খুশিতে ডগমগ হয়ে কোন খবর দিলেন ছোট পর্দার ‘রাহুল’

এই পোস্ট করে তিনি লেখেন, 'আমার সকালটা আজ এরম ছিল দেখতে। জওয়ান ফার্স্ট ডে ফার্স্ট শো। গত ১৫ বছরে অনেক কিছুই মিস করেছি । ডেটে যাব বলে যেতে পারিনি, মিস করেছি । ইএমআই মিস করেছি । ডিরেক্টর বা প্রডিউসারকে সময় মতন ফোন ব্যাক করতে পারিনি, সিনেমা মিস করেছি । কিন্তু কোনও ফ্লাইট মিস করিনি , কোনও ট্রেনও মিস করিনি। আর শাহরুখ খানের সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করিনি ।'

এদিন দেশের বিভিন্ন হলের সামনে শাহরুখ ভক্তদের জড়ো হয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচ করতে দেখা যায়। ফোম উড়িয়ে, শেল ফাটিয়ে চলে উদযাপন। হলের ভিতরে স্ক্রিনের সামনে গিয়েও চলে নাচ। ভোর সাড়ে পাঁচটার শো হোক বা সাতটা সব শো হাউজফুল। এক কথায় এটুকু স্পষ্ট যে আজ গোটা দেশ জওয়ান জ্বরে আক্রান্ত। আর এই জ্বর যে চট করে নামবে না সেটাও বেশ টের পাওয়া যাচ্ছে।

বন্ধ করুন