বাংলা নিউজ > বায়োস্কোপ > Anne Heche death: ‘আজীবন তুমি মনের বিশেষ জায়গায় থাকবে’, প্রয়াত প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো' কো-স্টার

Anne Heche death: ‘আজীবন তুমি মনের বিশেষ জায়গায় থাকবে’, প্রয়াত প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো' কো-স্টার

প্রয়াত প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো' কো-স্টার অ্যানে হেচে

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার এক সপ্তাহ পর লড়াই থামল। প্রয়াত অভিনেত্রী অ্যানে হেচে। হলিউডের জনপ্রিয় মুখ তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো-কে কাজ করেছেন অ্যানে।

লড়াই শেষ। প্রয়াত ‘সিক্স ডেজ সেভেন নাইটস’ খ্যাত অভিনেত্রী অ্যানে হেচে। গত ৫ অগস্ট সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিনেত্রী। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বিগত এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আইসিইউতে ছিলেন। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মার্কিন অভিনেত্রী অ্যান হেচে।

মৃত্যুকালে মার্কিন অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর। মার্কিন অনলাইন মিডিয়া আউটলেট টিএমজেডকে, অভিনেত্রীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অ্যান হেচের পরিবারের এক সদস্য। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা একটি উজ্জ্বল আলো, একজন সহৃদয়বান ও স্নেহময়ী মা এবং সৎ বন্ধুকে হারিয়েছি।'

আরও পড়ুন: 'দয়া করে লাল সিং চাড্ডাকে বয়কট করবেন না', অনুরোধ করিনা কাপুর খানের

‘কোয়ান্টিকো' কো-স্টারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম পোস্টে দেশি গার্ল লেখেন, ‘আমি মর্মাহত অ্যানি হেচের খবরে। ওঁর সন্তান, পরিবার এবং অন্যান্য সকলের সঙ্গে সমব্যথীত। তোমাকে চেনা এবং তোমার সঙ্গে কাজ করা সম্মানের। তুমি অসাধারণ অভিনেত্রী এবং দুর্দান্ত ব্যক্তিত্ব। তোমার জন্য় আমার হৃদয়ে আজীবন বিশেষ জায়গা থাকবে। বিশ্রাম করো, অ্যানে।'

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্রুত গতিতে ছুটে আসা অ্যানের গাড়িটি ক্যালিফোর্লিনার মার ভিস্তার একটি বাড়িতে ধাক্কা মারে। এরপর আগুন জ্বলে যায় ওই গাড়িতে। ৫৩ বছর বয়সী অভিনেত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাঁর শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন: ১৪ বছর বয়সে কেবিসিতে জিতেছিলেন ১ কোটি, UPSC পাশ করে এখন IPS অফিসার এই ছেলে!

একটি মিনি কুপার গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রী, এরপর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গ্যারেজে ধাক্কা মারে গাড়িটি। সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই গিয়ে বিপত্তি ঘটে। সিসিটিভি ফুটেজে অ্যানে হেচের দুর্ঘটনা ধরা পড়েছে।

লস অ্যাঞ্জেলেসের উত্তরে ওয়েস্ট হিলস হাসপাতালে ভর্তি ছিলেন এই মার্কিন অভিনেত্রী। ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ সোপ অপেরার সঙ্গে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন অ্যানে। জিতেছিলেন ‘এমি পুরস্কার’রও। ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ওয়াগ দ্য ডগ’-এর মতো ছবির পরিচিত মুখ তিনি। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট টেলিভিশন সিরিজে দেখা মিলেছে তাঁর। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো-কে কাজ করেছেন অ্যানে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। 

 

বন্ধ করুন