Monami Ghosh: বিকিনি পরে থাইল্যান্ডের বিচে উষ্ণতা ছড়ালেন মনামী। হট লুক দেখে কেউ কেউ মজলেন তাঁর প্রেমে, কেউ আবার মিনি উরফি বলে কটাক্ষ করতেও ছাড়লেন না!
1/6থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মনামী। তিনি মূলত তাঁর জন্মদিন কাটাতেই পাড়ি দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার এই দেশে। আর সেখানে গিয়ে তিনি কখনও বিকিনি তো কখনও ড্রেসে ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমত ঝড় তুলেছে। নতুন করে তিনি একাধিক বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
2/6নানা ডিজাইনের বিকিনিতে সকলের নজর কেড়েছেন এই অভিনেত্রী। এবার তাঁকে থাইল্যান্ডের সমুদ্রে জলকেলি করতে দেখা গেল।
3/6রবিবার, ৫ মার্চ তিনি সোশ্যাল মিডিয়ায় ফের একাধিক বিকিনি পরা ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে মাল্টি কালারের একটি বিকিনি পরে ছবি তুলে সেগুলো পোস্ট করতে দেখা যায়।
4/6এই মাল্টি কালারের বিকিনি পরে কখনও জলে তো কখনও সমুদ্রের ধারে পাথরে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। সেটা দেখে আপনার তাঁকে মৎসকন্যা বলে মনে হতেই পারে। তাঁর গায়ের সঙ্গে লেপ্টে আছে ভেজা বিকিনি এবং স্কার্ট।
5/6সামনেই দোল, তার বেশ কদিন আগেই তিনি রঙিন মুডে চলে গিয়েছেন। এখনই দোলের আভাস দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিগুলো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'মৎস্যকন্যারা কী দোল খেলে?'
6/6তাঁর এক হট, হ্যাপেনিং লুক দেখে তাঁর ভক্তরা ফিদা। অভিনেত্রীর ফিটনেস সকলের ঘুম কেড়ে নিয়েছে। বলা যায় ভার্চুয়ালি তিনি নেট পাড়ার উত্তাপ বাড়িয়েছেন। তবে কেবল প্রশংসা নয়। এমন ছবির জন্য অনেকেই তাঁকে বলিউডের সেনসেশন, উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। তকমা দিয়েছেন, 'মিনি উরফি'-র।