Bollywood Star Kids with unique names: রণবীর আলিয়া থেকে অজয় দেবগণ কাজলের সন্তানদের নাম অবাক করা। কোন স্টার কিডের নামের মানে কী জানেন? দেখুন।
1/9চলতি বছরে একাধিক বলি তারকারা বাবা মা হয়েছেন। তাঁদের বাড়িতে নতুন অতিথি এসেছে। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, ২০২২ সালে যাঁরা বাবা মা হয়েছেন সেই তালিকাটা বেশ লম্বা। রণবীর আলিয়া থেকে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস, সহ একাধিক সন্তানসুখ পেয়েছেন এবার। কিন্তু তাঁদের সন্তানদের নামের মানে জানেন? শুধু তাঁদের কেন, অন্যান্য স্টার কিডদের নামের মানে কি জানেন? আসুন দেখে নেওয়া যাক।
2/9করিনা কাপুর এবং সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খানের নামের অর্থ হল লোহা। এটি একটি আরবি শব্দ। তুরস্কেও এই শব্দের প্রচলন রয়েছে। তৈমুর লং-এর সঙ্গে নামের মিল থাকায়, সইফিনার বড়ছেলের নাম নিয়ে কম সমালোচনা হয়নি।
3/9সইফ আলি খানের বোন, সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ের নাম ইনায়া। এই নামটির অর্থ হল ঈশ্বরের আশীর্বাদ।
4/9কিছুদিন আগেই নীল নিতিন মুকেশ বাবা হয়েছেন। মেয়েকে নিয়ে তিনি এবং তাঁর স্ত্রী যখন হাসপাতাল থেকে ফিরছেন তখন তাঁদের ক্যামেরাবন্দি করা হয়। তাঁদের মেয়ের নাম নুরভি। নুরভি কথাটির অর্থ হল দামী বা মহামূল্য।
5/9শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের ছেলের নাম জৈন কাপুর। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জৈন কথাটির অর্থ সৌন্দর্য।
6/9অজয় দেবগন এবং কাজলের মেয়ের নাম নায়সা। কিন্তু এই নামের অর্থ কী কখনও ভেবে দেখেছেন? গ্রিসে এই শব্দের অর্থ হল নতুন শুরু বা ইচ্ছা।
7/9শাহিদ কাপুর এবং মীরার মেয়ের নাম মিশা। যদিও এই বলি জুটি তাঁদের নামের প্রথম অক্ষর মিলিয়ে মেয়ের নাম রেখেছিলেন তবে নামটির একটি বিশেষ অর্থ আছে কিন্তু। এই নামের অর্থ রাশিয়ান ভাষায় ঈশ্বরের মতো।
8/9জানে তু ইয়া জানে না ছবি খ্যাত ইমরান খানের মেয়ের নাম ইমারা মালিক খান। যদিও প্রথমে তার নাম রাখা হয়েছিল স্বহিলি যার অর্থ শক্তি।
9/9রণবীর এবং আলিয়ার মেয়ে নাম রাহা। এই নামের অর্থ খুশি, বা আনন্দ। রণবীরের মা নীতু কাপুর নাতনির জন্য এই নাম বেছেছেন।