বাবা বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক। তবে বরুণ ধাওয়ানকে নিজে লঞ্চ করেননি ডেভিড ধাওয়ান। বরং করণ জোহরের সহকারী হিসাবে কাজ করার পর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বরুণকে সুযোগ দিয়েছিলেন ধর্মা কর্ণধার। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার পর বাবার ছবিতে নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন বরুণ। আরও পড়ুন-‘এখনও চান্স আছে…’, সুপারস্টার নায়কের প্রেমে হাবুডুবু অন্বেষা, ঘটকালি করলেন সৌরভ
২০১৪ সালে প্রথমবার পিতা-পুত্র জুটি দর্শকদের উপহার দিয়েছিলেন ‘মেয়ঁ তেরা হিরো’। এরপর ছেলেকে লিড রোলে রেখে নম্বইয়ের দশকে তৈরি নিজের দুটি আইকনিক ছবির রিমেক তৈর করেন ডেভিড- ‘জুড়ওয়া ২’, ‘কুলি নম্বর ১’। প্রথমটিতে ডবল রোলে দেখা মিলেছিল সলমন খানের এবং দ্বিতীয় ছবিতে দেখা মিলেছিল গোবিন্দার।
২০২০ সালে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান, সারা আলি খান অভিনীত কুলি নম্বর ১। চার বছর পর বাবা-ছেলে জুটির নতুন খবর সামনে এল। হ্যাঁ, ফের ডেভিড ধাওয়ানের পরিচালনায় অভিনয় করবেন বরুণ। ধাওয়ান পরিবারে এখন খুশির হাওয়া। বাবা হচ্ছেন বরুণ, তার মাঝেই সামনে এল এই সুখবর।
জানা যাচ্ছে, একদম পুরোদস্তুর কমেডিতে মোড়া পারিবারিক প্রেমের গল্প হবে ডেভিড ধাওয়ানের আসন্ন ছবি। ২০২৫-এর ২রা অক্টোবর মুক্তি পাবে সেই কমেডি জঁর ছবি। বরুণের চোখে বাবা বলিউডের অন্যতম সেরা কমেডি ছবির পরিচালক। বরুণ জানিয়েছেন, তিন দশক ধরে সাফল্যের সঙ্গে দর্শকদের হাসানোর দায়িত্ব পালন করে আসছেন ডেভিড ধাওয়ান।
নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব করেছেন ডেভিড ধাওয়ান ও গোবিন্দা জুটি। পরে এই সম্পর্কে চিড় ধরলেও ডেভিড ধাওয়ানের হিটের সংখ্যায় ভাটা পড়েনি। মিড ডে-কে বরুণ একবার জানিয়েছেন, ‘বাবা আছে বলেই ইন্ডাস্ট্রিতে নিজেকে এত সুরক্ষিত মনে হয়’।
প্রসঙ্গত, মাস খানেক আগে কফি উইথ করণের মঞ্চে সিদ্ধার্থের সঙ্গে হাজির ছিলেন বরুণ। পুরোনো স্মৃতি হাতড়ে মেন্টর করণকে বরুণ বলেন, ‘মেয় তেরা হিরোর শ্যুটিং চলাকালীন কলেজে বাইক নিয়ে এন্ট্রির একটা দৃশ্যে আমি পড়ে যাই। বাবা মাইকে চিৎকার করে বলে উঠল, ও ধর্মার হিরো, প্রচুর নাজুক আছে সবাই দেখ…'।
বরুণের এই কথা শুনে মিনিট খানের জন্য বাকরুদ্ধ হয়ে যান করণ। অবশেষে বলেন, ‘আমি ছেলেদেরে নাজুক করে দিচ্ছি?? যাক ভালো ব্যাপার’। আগামিতে বরুণকে দেখা যাবে আমাজন প্রাইমের ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।