বাংলা নিউজ > বায়োস্কোপ > Divyanka Tripathi: ‘কোথা থেকে নকল করলে?’ লতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কুৎসিত ট্রোলের মুখে দিব্যাঙ্কা

Divyanka Tripathi: ‘কোথা থেকে নকল করলে?’ লতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কুৎসিত ট্রোলের মুখে দিব্যাঙ্কা

শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কটূক্তির শিকার

'কপি-পেস্ট' করে শ্রদ্ধার্ঘ্য জানানোর অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে, পালটা জবাব দিলেন ‘ঈশি মা’ দিব্যাঙ্কা। 

কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে রবিবার না-ফেরার দেশে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। ‘কোকিলকন্ঠী’র মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। দু-দিন ধরে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের মত্যুতে। হিন্দি টেলিভিশনের পরিচিত নাম দিব্যাঙ্কা ত্রিপাঠি, প্রয়াত গায়িকাকে শেষ শ্রদ্ধা জানিয়ে চরম ট্রোলিং-এর মুখে পড়লেন দিব্যাঙ্কা। লতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে প্রয়াত গায়িকার একটি তরুণ বয়সের ছবি শেয়ার করে একটা পংক্তি লিখেছিলেন দিব্যাঙ্কা, সেই নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়লেন ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত নায়িকা। 

দিব্যাঙ্কা ত্রিপাঠি লতাকে শ্রদ্ধাজ্ঞলি জানিয়ে ট্রোলড হলেন। নেটিজেনদের অভিযোগ সুরসম্রাজ্ঞীর উদ্দেশে যে বার্তাটি পোস্ট করেছেন ছোট পর্দার আদর্শ বহুরানি ঈশিতা তা আদতে কপি-পেস্ট করা। তবে ট্রোলারদের সেই অভিযোগ মুখ বুজে সহ্য করেননি দিব্যাঙ্কা। ‘খতরোকে খিলাড়ি’তে অংশ নেওয়া এই সাহসী কন্যা সপাটে জবাব দেন ট্রোলের। 

ট্রোলারের অভিযোগের জবাবে দিব্যাঙ্কা লেখেন, ‘পরোক্ষভাবে আমার প্রশংসা করবার জন্য ধন্যবাদ। আপনার তিরস্কার আদতে আমার কাছে পুরস্কার’। 

টুইট বার্তায় লতার জন্য ঠিক কী লিখেছিলেন দিব্যাঙ্কা? অভিনেত্রী লেখেন, ‘লতাজি আজ আপনি আমাদের দেশকে শূন্য করে দিয়ে চলে গেলেন। শিল্প নিয়ে কাজ করেন যে সব ঐতিহাসিক তাঁরা আপনাকে নিয়ে পড়াশোনা করবে, শতাব্দীর পর শতাব্দী আপনার গান বেঁচে থাকবে। স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত ভারতীয় মিউজিকের একটা জমানা তৈরি হয়েছে আপনাকে ঘিরে, সেটা আজ শেষ হল… শান্তিতে ঘুমোন সুশ্রী লতা মঙ্গেশকরজি’। 

উল্লেখ্য, আপতত ছোটপর্দা থেকে দূরে রয়েছেন দিব্যাঙ্কা। জি টিভির জনপ্রিয় মেগা ‘বনু মেয় তেরি দুলহন’ দিয়ে টিভির জগতে উত্থান অভিনেত্রীর, পরবর্তী সময়ে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকে ডাঃ ঈশিতা ভল্লা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান দিব্যাঙ্

বন্ধ করুন