বাংলা নিউজ > বায়োস্কোপ > First Review of Jawan: ‘জওয়ান’-এর প্রথম রিভিউ এসে গেল! হল থেকে বেরিয়ে কী বলছেন দর্শক

First Review of Jawan: ‘জওয়ান’-এর প্রথম রিভিউ এসে গেল! হল থেকে বেরিয়ে কী বলছেন দর্শক

‘জওয়ান’ দেখে কী বলছেন দর্শক? (PTI)

First Review of Jawan: হল থেকে বেরিয়ে কী বলছেন দর্শক? দেখে নিন, তাঁদের বক্তব্য।

বৃহস্পতিবার ভোরে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ভোর পাঁচটায় সেই ছবি নিয়ে সারা দেশের সিনেমাহলে উন্মাদনা। ইন্টারনেটেও ভরে গিয়েছে ছবি নিয়ে প্রতিক্রিয়া। তার সঙ্গে অনেকেই জানতে চাইছেন, কেমন হয়েছে এই সিনেমা। মানে, সিনেমার রিভিউ। প্রকৃত রিভিউ এসেও গেল দর্শকের থেকে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কী বলছেন শাহরুখ অনুরাগীরা?

(আরও পড়ুন: জওয়ান-এর ভোর ৫টার শো হাউসফুল! শাহরুখের জন্য রাত জাগল কলকাতা, ছবি দেখলেন নীল-তৃণা)

মুম্বইয়ে ভোরের প্রথম শো দেখতে রাস্তায় মিছিল করলেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর পাঁচটা থেকেই শুরু হল মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং কিং খানও। সোশ্যাল মিডিয়ায় ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদযাপন করার জন্য বেরিয়ে পড়েছি। কিংকে বড় পর্দায় স্বাগত’।

(আরও পড়ুন: শাহরুখ জ্বরে কাবু বিশ্ব, মুক্তির আগেই ৫০ কোটি টাকার ব্যবসা করল 'জওয়ান')

অনুরাগীদের সেই উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি সিনেমাটি দেখার পরেও। কী বলেছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘এর আগে কখনও এমন দেখিনি। বলিউডের সবচেয়ে বড় হিট হতে পারে এটা। কী দেখলাম!’

(আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ার পথে জওয়ান, ৫ লাখ টিকিট বিক্রি ইতিমধ্যে! সকাল ৬টার শো-ও হাউজফুল)

কেউ আবার ছবির হাফটাইমেই সোশ্যাল মিডিয়ায় নিজের কথা বলে দিয়ে গিয়েছেন। কারও মতে, ‘এখনও পর্যন্ত যা দেখলাম, এটি একই সঙ্গে বিশেষ ঘরানার দর্শকদেরও ভালো লাগবে। আবার যাঁরা বলিউডের সব ধরনের ছবি দেখতে ভালোবাসেন, তাঁদেরও ভালো লাগবে।’ কারও মতে, ‘দক্ষিণ ভারতের ছবির স্টাইলের সঙ্গে শাহরুখ খানের নিজের স্টাইল মিলেমিশে পর্দায় এমন একটা ম্যাজিক তৈরি করেছে, যা সহজে ভোলার নয়।’ কেউ কেউ ভিডিয়োও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

(আরও পড়ুন: মুক্তির আগেই বিক্রি হল ৭ লক্ষ টিকিট, বাংলাতেও নতুন রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’)

ভারতের নানা প্রান্তে আপাতত এটাই ছবি। তবে প্রথম দিনের এই উন্মাদনা ‘জওয়ান’ কতটা ধরে রাখতে পারবে, তার উপরেই নির্ভর করছে এই ছবির ব্যবসা। সেদিকেই তাকিয়ে শাহরুখ অনুরাগীরা।

বন্ধ করুন