বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2 Box Office Collection Day 30: শনি আশার আলো দেখাল সানি-কে! জওয়ান-কে টক্কর দিল গদর ২, কত আয় হল মোট?

Gadar 2 Box Office Collection Day 30: শনি আশার আলো দেখাল সানি-কে! জওয়ান-কে টক্কর দিল গদর ২, কত আয় হল মোট?

পঞ্চম শনিবারেও জওয়ানকে কড়া টক্কর দিল বক্স অফিসে গদর ২। 

মাত্র ৬০ কোটি বাজেটে তৈরি হয়েছিল গদর ২। সেই ছবি বক্স অফিসে ব্যবসা করে ফেলেছে ৫০০ কোটির বেশি। আপাতত সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন সানি দেওল। যদিও শাহরুখের জওয়ান আসার পর থেকে ব্যবসায় কিছুটা মন্দাই দেখা গিয়েছে। 

জওয়ান আসার পর থেকে আর বক্স অফিসে শো পাচ্ছে না সানি দেওলের গদর ২। এক ধাক্কায় অনেকটা পড়ে গিয়েছে আয়। অনেকেই আশা করেছিলেন এই বুঝি পাঠানের আয়কে টপকে ১ নম্বর বলিউড ছবির জায়া করে ইতিহাস করবে গদর ২। কিন্তু সে আশায় জল ঢেলে দিল কিং খানের আরেক ছবি। যদিও জওয়ান আশায় গদর ২ পুরোপুরি থেমে যায়নি। গতি স্লথ, ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি। 

পঞ্চম শুক্রবার গদরের আয়ের অঙ্ক ছিল এতদিনে সবচেয়ে কম। মাত্র ৯০ লাখ। তবে শনিবার ছুটির দিন আসতে তা খানিকটা বাড়ল। sacnilk.com-এর রিপোর্ট বলছে শনিবার সানি দেওলের সিনেমা আয় করেছে ১.৪৫ কোটি। আর সব মিলিয়ে গদর ২-এর আয় গিয়ে দাঁড়াল ৫১২.৩৫ কোটিতে। 

২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল ‘গদর ২’। যা তারা সিং আর সাকিনার প্রেম কাহিনি। দেশ ভাগের প্রেক্ষাপটে শুরু হয়েছিল যে গল্পের। গদর ২-তে দেখা যায় ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পড়শি দেশে ফের একবার যেতে হচ্ছে তারাকে। আর এবারে ছেলে চরণজিৎকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে। পরিচালনা করেছেন অনিল শর্মা। তারার চরিত্রে সানি দেওল, সাকিনার চরিত্রে আমিশা। আর চরণজিতের চরিত্রে উৎকর্ষ শর্মা। 

এই উৎকর্ষ শর্মাকে নিয়ে কম বিতর্ক হয়নি। উৎকর্ষ আসলে পরিচালক অনিল শর্মার ছেলে। গদর: এক প্রেম কথা-তেও শিশুশিল্পী হিসেবে ছিল সে। সাকিনা আর তারার সন্তান হিসেবেই দেখানো হয়েছিল। আর তারপর গদর ২-তে দেখানো হয় সেই সন্তানই পাকিস্তান সেনার হাতে বন্দি। আর তাকে ছাড়িয়ে আনতে সে দেশে যাচ্ছে তারা। এবারেও নেওয়া হয়েছে উৎকর্ষকে। এখন যদিও সে আর ছোট নেই। সে যাই হোক, আমিশার দাবি এবারের গল্পে, সাকিনার চরিত্রের থেকেও পরিচালক চরণজিতের চরিত্রকেই বেশি গুরুত্ব দিয়েছে। 

আমিশা বলেন, ‘অনিলজি গদর ২-র হাত ধরে নিজের ছেলে উৎকর্ষকে প্রচারের আলোয় আনতে চেষ্টা করেছেন। আর তাই ছবিতে তারা ও সকিনার লাইমলাইট চুরি করেছিলেন। যদিও উৎকর্ষ খুব মিষ্টি ছেলে। আমিই ওকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছি।’

সঙ্গে পর্দার সাকিনা আরও বলেন, ‘আশা করি, ইন্ডাস্ট্রির বড় পরিচালকরা এবার উৎকর্ষকে নিজেদের ছবিতে সই করাবেন। কারণ উৎকর্ষ ভীষণই মিষ্টি ছেলে। আর কোন ছেলেই শুধুমাত্র তার বাবার পরিচয়ে পরিচিতি পেতে চায় না।’

বন্ধ করুন