বাংলা নিউজ > বায়োস্কোপ > Indraneil Sengupta as Feluda: ‘হিরো বটে, কিন্তু ফেলুদা তা হয়েছে অন্য দু’জনের জন্য’, কাদের কথা বলছেন ইন্দ্রনীল

Indraneil Sengupta as Feluda: ‘হিরো বটে, কিন্তু ফেলুদা তা হয়েছে অন্য দু’জনের জন্য’, কাদের কথা বলছেন ইন্দ্রনীল

'ফেলুদা' ইন্দ্রনীলের স্বপ্ন পূরণ!

Indraneil Sengupta as Feluda: মুক্তি পেল ‘হত্যপুরী’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই ইন্দ্রনীল জানালেন ফেলুদা হওয়ার অভিজ্ঞতা।

৩০ নভেম্বর জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়েই লঞ্চ হয়ে গেল ফেলুদার আগামী ছবি 'হত্যাপুরী'। এবার ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। অভিনেতা জানালেন ফেলুদার হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল। একই সঙ্গে তিনি এই ছবির পরিচালক সন্দীপ রায় এবং প্রযোজকদের ধন্যবাদ জানান তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য।

দীর্ঘ ৬ বছর পর সন্দীপ রায় আবার শীতের ছুটিতে বড়পর্দায় নিয়ে আসছেন ফেলুদা। এবার ফেলুদার অন্যতম সেরা গল্প হত্যাপুরীর গল্প ফুটে উঠবে সেলুলয়েডে। তবে ফেলুদা হিসেবে এবার প্রথম আর দেখা যেতে চলেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। শুধু ফেলুদার বদল ঘটেছে যে এমনটাই নয়, জটায়ু এবং তোপসের চরিত্রেও নতুন মুখ দেখা যাবে।

হত্যাপুরী ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে 'ফেলুদা' ইন্দ্রনীল জানালেন ফেলুদা ছবিতে কাজ করার অভিজ্ঞতা। তাঁর কথায়, 'আমি বহুদিন ধরেই ফেলুদার চরিত্রে অভিনয় করতে চেয়েছি। অবশেষে সেই সুযোগ পেলাম। বাবুদা (সন্দীপ রায়) আমায় সেই সুযোগ দিয়েছেন। আমি বাবুদা এবং প্রযোজকদের কাছে কৃতজ্ঞ এই সুযোগ দেওয়ার জন্য।' একই সঙ্গে তিনি জানান, ফেলুদা যতই হিরো হোক, তবে ফেলুদা ফেলুদা হয়ে উঠেছে জটায়ু এবং তোপসের জন্যই। 'শুধু তোপসে বা জটায়ু নয়, অন্যান্য চরিত্রের কারণেই ফেলুদা তৈরি হয়েছে' এমনটাই অভিমত ইন্দ্রনীলের।

অভিনেতা আরও জানান, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য, এখন এটাই দেখার পালা যে দর্শকদের কেমন লাগে। 

এই ছবিতে তোপসের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ দাস এবং জটায়ু হয়েছেন অভিজিৎ গুহ। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দে, সাহেব চট্টোপাধ্যায়, প্রমুখকে। এই ছবির ক্রিয়েটিভ হেড ছিলেন অন্তরা মিত্র, এবং সিনেমাটোগ্রাফার ছিলেন শশাঙ্ক পালিত। শ্যাডো ফিল্মস এবং ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইমেন্ট যৌথভাবে হত্যাপুরীর প্রযোজনা করেছে।

২৩ ডিসেম্বর ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এবার হত্যাপুরীতে পুরীর বালুকাবেলায় হবে রহস্য ফাঁস।

বন্ধ করুন